Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৫ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ১ ১৪২৮ ||  ০২ শাওয়াল ১৪৪২

ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় নেই বার্সা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৪ নভেম্বর ২০২০  
ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় নেই বার্সা!

এই মৌসুমে লা লিগায় বার্সেলোনার অবস্থা ভালো না হলেও চ্যাম্পিয়নস লিগে দুর্বার গতিতে ছুটছে। ফেরেন্সভারোসকে উড়িয়ে দেওয়ার পর জুভেন্টাসের মাঠে জিতে এসেছে। বুধবার ন্যু ক্যাম্পে ডায়নামো কিয়েভকে হারাতে পারলে শেষ ষোলোতে ওঠার পথে বড় ধাপ ফেলবে কাতালানরা। কিন্তু এই বার্সা চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে বলে মনে করেন না ইউক্রেনিয়ান ক্লাবের কোচ মিরকিয়া লুকেসকু।

বার্সা তাদের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০১৫ সালে, ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে। এরপর গত পাঁচটি আসরে কেবল একবারই সেমিফাইনাল খেলেছে ২০১৯ সালে, বাকি চারবার কোয়ার্টার ফাইনালে থেমে গেছে তাদের মিশন। গত আসরে তো বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছে শেষ আটের ম্যাচে।

‘জি’ গ্রুপের শীর্ষ দলের মুখোমুখি হওয়ার আগে ওই ম্যাচ নিয়ে তাদের খোঁচা দিতে ভুললেন না কিয়েভ কোচ লুকেসকু, ‘বায়ার্ন মিউনিখের বিপক্ষে ওই ম্যাচের পর বোঝা যাচ্ছিল যে বার্সেলোনা পরিবর্তন চায়। তাদের দলে আছে খুব প্রতিভাবান কয়েকজন খেলোয়াড়। কিন্তু কৌশল বুঝে উঠতে তাদের সময় প্রয়োজন।’

বার্সার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে এই রোমানিয়ান কোচ বলেছেন, ‘এই মুহূর্তে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জেতার মতো অবস্থায় আছে বলে আমি মনে করি না। বায়ার্ন মিউনিখ, ম্যানসিটি কিংবা প্যারিস সেন্ত জার্মেইর অনেক বেশি সুযোগ আছে।’

এবারের লা লিগায় ছয় ম্যাচ শেষে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে বার্সা। ঘরোয়া ও ইউরোপের মঞ্চে তাদের অর্জনে আকাশ পাতাল তফাত কেন, তা ব্যাখ্যা করলেন লুকেসকু, ‘লিওনেল মেসির মতো একজন ফুটবলার তাদের আছে, সে হতে পারে খুব গুরুত্বপূর্ণ। একজন নতুন কোচকে মানিয়ে নিতে অন্তত ছয় মাস সময় লাগে। লা লিগার চেয়ে চ্যাম্পিয়নস লিগে বার্সা ভালো খেলছে, কারণ ঘরোয়া প্রতিযোগিতায় প্রতিপক্ষরা তাদের খুব ভালো করে চেনে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়