ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় নেপাল দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৫ নভেম্বর ২০২০  
প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় নেপাল দল

বাংলাদেশের বিপক্ষে ফিফার অধীনে দুইটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে নেপাল ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় বিশেষ চাটার্ড ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করেছে নেপালের ফুটবলাররা।

দুইটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে প্রাথমিকভাবে ৪০ জনের একটি বহর আসার কথা নেপাল থেকে। কিন্তু চাটার্ড ফ্লাইটে এসেছেন ৩৫ ক্রান্না আসা ৫ জনের মধ্যে রয়েছেন দুইজন ফুটবলারও। যারা করোনায় আক্রান্ত হয়েছেন। আসার পূর্বে করোনা টেস্টে সেই দুইজনের রিপোর্ট পজিটিভ আসায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি তারা।

ফিফা প্রীতি ম্যাচ দুটি ১৩ ও ১৭ই নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য বাংলাদেশ জাতীয় দল নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। চারদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে ১০ নভেম্বর থেকে অনুশীলনে নামবে নেপাল ফুটবল দলও।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচ দুটি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারও খেলার ধারাবিরণী দেবে। বিটিভির পাশপাশি ম্যাচ সম্প্রচারের জন্য চারটি বেসরকারী টেলিভিশনও আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে একটি টেলিভিশন বেসকারী টিভি চ্যানেলকে সম্প্রচারের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়