ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পান্তকে ধোনির সঙ্গে তুলনায় আপত্তি গম্ভীরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৬ নভেম্বর ২০২০  
পান্তকে ধোনির সঙ্গে তুলনায় আপত্তি গম্ভীরের

ভারতীয় ক্রিকেটে মাহেন্দ্র সিং ধোনির বিদায়ক্ষণ এগিয়ে আসার মুহূর্তে দৃশ্যপটে আসেন রিষভ পান্ত। দুর্দান্ত ব্যাটিংশৈলীর সঙ্গে উইকেটকিপিং দক্ষতার জন্য পান্তের মধ্যে ভবিষ্যৎ ধোনির ছায়া দেখতে শুরু করেন অনেকে। কিন্তু ক্রমাগত ব্যর্থতায় সেই জায়গা হারাচ্ছেন পান্ত। আর তাই ধোনির সঙ্গে পান্তের তুলনা করতে আপত্তি জানিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার গম্ভীর। এই ক্রিকেটারের মতে, ধোনির সঙ্গে পান্তের তুলনা বন্ধ করা হোক।

অনূর্ধ্ব-১৯ দল থেকে বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়েন পান্ত। এরপর আইপিএলেও ছক্কা-চারের ফুলঝুরি ছুটিয়ে জাতীয় দলে জায়গা করে নেন। এক পর্যায়ে জাতীয় দলের তিন ফরম্যাটে নিয়মিত সুযোগ পেতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু গত বছর থেকে ব্যাটিং এবং কিপিং ফর্ম পড়তির দিকে এই ক্রিকেটারের। উইকেটের পেছনে শিশুসুলভ ভুল করে সমালোচনার মুখে পড়া রিষভ ব্যাট হাতেও বিবর্ণ হতে থাকেন।

চলতি আইপিএলেও কাঙ্খিত ফর্ম নেই এই ক্রিকেটারের। ১২ ম্যাচে করেছেন ২৮৫ রান। এমনকি উইকেটের পেছনেও করেছেন ভুল। এরপরই ধোনির সঙ্গে পান্তের তুলনা দিতে নিষেধ করেন গম্ভীর।

ইএসপিএনক্রিকইনফো ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘রিষভ পান্ত, মাহেন্দ্র সিং ধোনির যোগ্য বিকল্প; আমাদের এমন তুলনা করা বন্ধ করতে হবে। মিডিয়ারও উচিত এক্ষেত্রে এগিয়ে আসা। মিডিয়া যত বেশি এই তুলনা নিয়ে আলোচনা করতে থাকবে, তত পান্ত এই বিষয়ে ভাবতে থাকবে। সে কখনোই ধোনি হতে পারবে না। তাকে রিষভ পান্ত হয়ে উঠতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘ধোনির ক্রিকেটীয় সামর্থ্য লক্ষ্য করলে দেখা যায়, মাঠ ও মাঠের বাইরে দারুণ প্রভাব তার। অপরদিকে পান্তের ছক্কা মারার ক্ষমতার জন্য সবাই তাকে ধোনির বিকল্প ভাবতে শুরু করেছে।’

এরপর পান্তকে নিয়ে গম্ভীর আরও বলেন, ‘পান্তের এখনো অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে। বিশেষ করে উইকেটকিপিং সামলানোর ক্ষেত্রে। একইসঙ্গে ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। বোলার তাকে ওয়াইড ইয়র্কার দিলে সে ভুগতে শুরু করে। তাকে তাই আরও উন্নতি করতে হবে।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়