ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লম্বা সময় পর মোরাতাকে ফিরিয়ে স্পেন দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৬ নভেম্বর ২০২০  
লম্বা সময় পর মোরাতাকে ফিরিয়ে স্পেন দল ঘোষণা

সর্বশেষ গত বছরের নভেম্বরে ইউরোপিয়ান বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন স্পেনের ফরোয়ার্ড আলভারো মোরাতা। সেসময় দুই ম্যাচে ১ গোল পেয়েছিলেন ধারে জুভেন্টাসে খেলা এই তারকা। এরপর থেকে দলের বাইরে ছিলেন। তবে লম্বা সময় পর দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে ফিরিয়ে উয়েফা নেশন্স লিগ ও প্রীতি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিকে।

চলতি মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সুইজারল্যান্ড ও জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলবে স্পেন। আগামী বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার তিন দিন পর শনিবার বাসেলে সুইজারল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলবে এনরিকের দল। এর তিন দিন পর আগামী ১৭ নভেম্বর সেভিয়ায় জার্মানির বিপক্ষে নামবে দলটি।

এই তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন এনরিকে। যেখানে মোরাতা ছাড়াও লম্বা সময় পর ফিরেছেন মিডফিল্ডার কোকে, ফাবিয়ান রুইস ও ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। এছাড়াও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে।

এদিকে চোটের কারণে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল। করোনার জন্য নেই ফরোয়ার্ড রদ্রিগো মরেনো।

উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপে চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। জার্মানি ৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউক্রেন। সুইজারল্যান্ডের পয়েন্ট ২।

২৫ সদস্যের স্পেন স্কোয়াড

গোলরক্ষক: ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কেপা আরিসাবালাগা (চেলসি), উনাই সিমোন (আথলেটিক বিলবাও)।

ডিফেন্ডার: সার্জিও রবের্তো (বার্সেলোনা), জেসুস নাভাস (সেভিয়া), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), পাউ তোরেস (ভিয়ারিয়াল), ইনিগো মার্টিনেজ (আথলেটিক বিলবাও), হোসে গায়া (ভালেন্সিয়া), সার্জিও রেগিলন (টটেনহ্যাম হটস্পার)।

মিডফিল্ডার: রদ্রি (ম্যানচেস্টার সিটি), সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), ফাবিয়ান রুইস (নাপোলি), সার্জিও কানালেস (রিয়াল বেটিস), মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ), কোকে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মার্কোস ইয়োরেন্তে (অ্যাতলেটিকো মাদ্রিদ)।

ফরোয়ার্ড: আদামা ত্রাওরে (উলভারহ্যাম্পটন), দানি ওলমো (লাইপজিগ), ফেররান তোরেস (ম্যানচেস্টার সিটি), জেরার্ড মরেনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (জুভেন্টাস), আনসু ফাতি (বার্সেলোনা) ও মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ)।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়