ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নেপাল দলের সবাই করোনা নেগেটিভ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৭ নভেম্বর ২০২০  
নেপাল দলের সবাই করোনা নেগেটিভ

বাংলাদেশে ফিফা আয়োজিত দুইটি প্রীতি ম্যাচ খেলার জন্য সপ্তাহখানেক আগে ৩০ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল নেপাল জাতীয় ফুটবল দল। করোনা পরীক্ষায় শুরুতেই পাঁচ ফুটবলার ছিটকে যায়। ঢাকার বিমানে উঠার আগে দ্বিতীয় করোনা পরীক্ষায় আরো দুই ফুটবলার পজিটিভ হন।

সব মিলিয়ে করোনায় তছনছ নেপাল দল। তবুও বুক ভরা সাহস নিয়ে পরিবর্তিত খেলোয়াড় নিয়ে বিশেষ বিমানে বাংলাদেশে এসেছে নেপাল। হোটেলে কোয়ারেন্টাইনের সফরকারী দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে নেপাল দলের সবাই করোনা নেগেটিভ।

ফলে তাদের অনুশীলনে যোগ দিতে আর কোনো বাধা থাকল না। তবে স্বাস্থ্য অধিদফতর থেকে সবুজ সংকেত নিয়ে মাঠে নামতে হবে তাদের। সেই প্রক্রিয়াও চলমান।
১৩ ও ১৭ নভেম্বর দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। নেপাল ফুটবল দলের ঢাকায় পা রাখা দেশের ক্রীড়াঙ্গনের জন্যই স্বস্তির। করোনা প্রার্দুভাবের পর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে তারা বাংলাদেশ সফর করছে। এই সফরটি সফলভাবে আয়োজন সম্ভব হলে জৈব সুরক্ষা বলয়ে থেকে বাংলাদেশে ম্যাচ আয়োজন সম্ভব, এমন বার্তা দেওয়া যাবে বাকিদেরও।

ঢাকা/ইয়াসিন/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়