ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বার্সার পাঁচ গোলেও খুশি নন কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৮ নভেম্বর ২০২০  
বার্সার পাঁচ গোলেও খুশি নন কোমান

রিয়াল বেতিসের বিপক্ষে শনিবার ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। স্কোর বড় হলেও তারা যে খুব সহজে জিতেছে, তা নয়। অসংখ্য সুযোগ নষ্ট করে আতঙ্ক নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল কাতালানরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে যায় ম্যাচ। চার ম্যাচ পর লা লিগায় বার্সা বড় ব্যবধানে জিতলেও নিখুঁত ফিনিশিংয়ের ঘাটতি হতাশ করেছে কোচ রোনাল্ড কোমানকে।

ডাচ কোচের হতাশার কারণ রয়েছে। বিশেষ করে প্রথমার্ধে একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করেছেন আন্তোয়ান গ্রিজমান। তাতে সুযোগ বুঝে বেতিস গোল শোধ দিলে স্কোর ১-১ নিয়ে বিরতিতে যায় বার্সা। গ্রিজমানের পেনাল্টি মিসের পর আন্তোনিও সানাবরিয়া বেতিসকে সমতায় ফেরান।

ম্যাচ শেষে কোমান বলেছেন, ‘জয় আমাদের প্রাপ্য এবং বিরতির আগে আরও কয়েকটি গোলে এগিয়ে থাকতে পারতাম। আমাদের অনেক সুযোগ ছিল এবং পেনাল্টি মিস করেছি। আমরা গিয়েছিলাম (বিরতিতে) স্কোর ১-১ রেখে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের দল উদ্দীপনা ফিরে পেলো, গোল করলো পাঁচটি, যা আরও বেশি হতে পারতো।’

অবশ্য গ্রিজমানকে দুষছেন না বার্সার ডাচ কোচ, ‘আমি কাজে (গ্রিজমানের) খুশি। সে একটি পেনাল্টি মিস করেছে এবং তার সুযোগগুলো থেকে গোল করতে পারেনি। সে ছিল দুর্ভাগা। কিন্তু সবসময় সে গোল করার মতো অবস্থায় ছিল। মানসিক প্রভাব হয়তো পড়তে পারে। কিন্তু তার নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে এবং পরে গোলও করেছে। বল স্পর্শ না করে তাকে দারুণ অ্যাসিস্ট করেছিল লিও।’

দ্বিতীয়ার্ধে আনসু ফাতির বদলি নেমে জোড়া গোল করেন মেসি। তাকে বেঞ্চে বসিয়ে রাখার ব্যাপারে কোমানের ব্যাখ্যা, ‘আমরা (শুক্রবার থেকে) বলে আসছি ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচের পর থেকে গোড়ালিতে অস্বস্তি ছিল তার। আমরা কথা বলার পর সিদ্ধান্ত নিলাম, যদি তার দরকার হয় কোনও কারণে! তাই বেঞ্চে রাখা হয়েছিল। যদি সমস্যা না থাকে তাহলে তাকে খেলানো হতোই। আমরা জানি সে কে এবং তাকে নিয়ে আমার কোনও সংশয় নেই। প্রতিদিন তার কাজ দেখি। সে হয়তো শুরু করেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে সে ছিল খুব গুরুত্বপূর্ণ।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়