ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চার মাসের জন্য মাঠের বাইরে ফাতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:৩৪, ১০ নভেম্বর ২০২০
চার মাসের জন্য মাঠের বাইরে ফাতি

লা লিগায় শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ৩১ মিনিটের সময় ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। আর তাতেই আগামী চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন স্পেনের এই টিনেজার ফরোয়ার্ড।

ফাতি বাঁ পায়ের হাঁটুতে চোটের শিকার হয়েছিলেন। সোমবার রাতে তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাব বার্সেলোনা। তবে সেরে উঠে মাঠে ফিরতে ফাতির এখনো চার মাস সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসক রামোন কাগেট।

টিনেজারের তকমা না পেরোনো এই ফুটবলার বার্সার মূল একাদশের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫৯৬ মিনিট খেলে ফেলেছেন ফাতি। ইতিমধ্যে করে ফেলেছেন ৫ গোল ও দুই অ্যাসিস্ট। এই তারকার লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া, খারাপ খবর হয়েই এলো বার্সেলোনার জন্য।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়