ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন খুলনা মিডিয়া কাপের চ্যাম্পিয়ন মধুমতি

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১০ নভেম্বর ২০২০  
ওয়ালটন খুলনা মিডিয়া কাপের চ্যাম্পিয়ন মধুমতি

ট্রফি নিয়ে মধুমতির উচ্ছ্বাস (ছবি: কাজী শান্ত)

খুলনা প্রেসক্লাব আয়োজিত ওয়ালটন খুলনা মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মধুমতি চ্যালেঞ্জার্স। চার দলের এই টুর্নামেন্টে তারা অপরাজিত থেকে শিরোপা জিতেছে। মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে ফাইনালে তারা ৫ উইকেটে হারিয়েছে রূপসা টাইগার্সকে।

টসে জিতে রূপসাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান মধুমতির অধিনায়ক মোহাম্মদ আলী সনি। ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ অধিনায়ক সনির বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে রূপসা। ১৫ রানে তাদের প্রথম উইকেট পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতে হাসান মোল্লা ও তন্ময় দলকে বড় সংগ্রহের দিকেই নিয়ে যান। উজ্জ্বলের বলে মেহেদীর হাতে ক্যাচ দিয়ে তন্ময় ফিরে গেলে এ জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৪৬ বলে ৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন টুর্নামেন্টের ধারাবাহিকভাবে রান করে যাওয়া তন্ময়। এরপর দ্রুত ফিরে যান হাসান মোল্লাও। হাসান মোল্লার ব্যাট থেকে আসে ২৩ রান। 

এরপর রূপসার আর কোনও ব্যাটসম্যান সেভাবে ক্রিজে নিজেদের মেলে ধরতে পারেননি। বিশেষ করে সনির বলে একের এক উইকেট হারাতে থাকে তারা। সনি একাই নেন ৫টি উইকেট, তাও মাত্র ১৩ রান খরচায়। বাকি উইকেট নেন উজ্জ্বল। 

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মারুফের অনবদ্য ইনিংসে ভর করে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মধুমতি। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিলো তারা। সেখান থেকে দলকে উদ্ধার করে জয়ের দিকে নিয়ে যান মারুফ। হাফসেঞ্চুরি থেকে থেকে এক রান দূরে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে। ৫২ বলে ২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। 

খেলার শেষদিকে এসে দারুণ রোমাঞ্চ তৈরি হয়। তবে মেহেদী ও ফেরদাউস দলকে কোনও বিপদে পড়তে দেননি। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় ৫ বল হাতে রেখেই দারুণ জয়ে শিরোপা নিশ্চিত করে মধুমতি। মাত্র ১১ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন মেহেদী। ফেরদাউসের ব্যাট থেকে আসে ৮ রান। এছাড়া এসএম কামালও ১৭ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতিপক্ষ দলের হেলাল ১৭ রান খরচায় নেন ৩ উইকেট। একটি উইকেট নেন পাখি। 

ফাইনাল শেষে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে।

ফাইনালে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সনি। পুরো টুর্নামেন্টে ২০২ রান সংগ্রহ করে ও ২ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন রানার্স আপ দলের তন্ময়। 

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও একটি ওয়ালটন ফ্রিজ তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। রানার্স আপ দলকে ওয়ালটনের পক্ষ থেকে দেওয়া হয় একটি ওয়ালটন ৩২ ইঞ্চি টেলিভিশন ও ট্রফি। প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও দিয়েছে ওয়ালটন। 

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মামুন রেজার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মো. হেলাল হোসেন। প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আহমেদ মুসা রঞ্জুর তত্বাবধায়নে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর মিল্টন আহমেদ, বিশ্বাস প্রোপার্টিজের স্বত্বাধিকারী আজগর হোসেন তারা, বিআরবি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মাহবুব চৌধুরী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুজন আহমেদ। 

উল্লেখ্য, খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজিভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে ফাইনালে মধ্যে দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হলো। অংশগ্রহণকারী অপর দুটি দল হলো শিবসা ওয়ারিয়র্স ও ভৈরব রাইডার্স। 

খুলনা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়