ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

র‍্যাংকিং মাথায় রেখে প্রীতি ম্যাচে মনোযোগ বাফুফের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১১ নভেম্বর ২০২০  
র‍্যাংকিং মাথায় রেখে প্রীতি ম্যাচে মনোযোগ বাফুফের

পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে সদ্য সমাপ্ত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহ্‌উদ্দীন এবং তার প্যানেল। যেখানে বলেছিলেন, বাংলাদেশকে র‍্যাংকিংয়ে ১৮৭ থেকে দেড়শর মধ্যে আনার পরিকল্পনা তাদের। সে জন্য প্রীতি ম্যাচের সংখ্যা বাড়াতে হবে জাতীয় দলের।

এবার সে লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাফুফে। ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর, কাতারের বিপক্ষে খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের। এমনকি আসন্ন ফুটবল উইন্ডোগুলোও কাজে লাগানোর বিষয়ে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। ইতিমধ্যে আরও একটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এমন তথ্য জানিয়েছেন, দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফের চতুর্থবারের মতো নির্বাচিত সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

জাতীয় দল কমিটির প্রথম সভা শেষে সংবাদমাধ্যমকে নাবিল আহমেদ নিজেদের পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমাদের পরবর্তী ফিফা উইন্ডো রয়েছে আগামী মার্চে। সেখানে আমরা সাত দিন সময় পাব। এর পর জুনে ১৫ দিনের সময় আছে। সবগুলো উইন্ডো আমরা কাজে লাগাব।’
তিনি আরও যোগ করেন, ‘খেলার জন্য আরও একটি দেশের সঙ্গে কথা চলছে। যাতে এই উইন্ডোগুলোতে ম্যাচ খেলা যায়।’

এদিকে ডিসেম্বরে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচের বিষয়ে কাজী নাবিল জানিয়েছেন, কাতার ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও মৌখিক সম্মতি দিয়েছে। এখন ফিফার অনুমতি পেলেই কাতার ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন। বাফুফের এই সহ-সভাপতির ভাষ্যে, ‘যেহেতু কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাকি আছে। সেক্ষেত্রে আগামী দুয়েকদিনের মধ্যে ফিফা থেকে অনুমতি পেলে আমরা নেপাল ম্যাচের পর সেখানে ম্যাচ খেলে আসতে পারব। আমরা মৌখিক সম্মতিও দিয়ে রেখেছি।’

এদিকে কাতারে একটি ম্যাচ খেলার কথা থাকলেও দুটি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। কাজী নাবিল আরও যোগ করেন, ‘সেখানে দুটি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে একটি ম্যাচ থাকলেও পরে দুটি হয়েছে। দুটি দলই কাতারের লিগে খেলে।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়