ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেসি প্রমাণ করেছে, সে এখনও সেরা: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১১ নভেম্বর ২০২০  
মেসি প্রমাণ করেছে, সে এখনও সেরা: কোমান

লিওনেল মেসি এখনও বিশ্বের সেরা ফুটবলার এবং যখন দলে থাকেন, তখন তিনি বার্সেলোনাকে আরও ভালো দলে পরিণত করেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সম্পর্কে এই কথাগুলো বলেছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।

গত শনিবার ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জিতেছিল বার্সা। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর লা লিগার ওই ম্যাচে প্রথমবার বদলি মাঠে নামেন মেসি। এই ম্যাচের আগে ছয়টি লিগ ম্যাচ খেলে ওপেন প্লে থেকে একটিও গোল করতে পারেননি কিংবা অ্যাসিস্ট করতেও ব্যর্থ ছিলেন। বেতিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ওপেন প্লে থেকে গোলখরা কাটান। তার আগে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেছিলেন তিনি।

মেসির পারফরম্যান্স নিয়ে মোটেও সংশয়ে নেই কোমান। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ওপর পূর্ণ আস্থার কথা জানালেন ডাচ কোচ, ‘মেসি আমাকে দেখিয়েছে, সে এমন খেলোয়াড় যে জিততে চায় এবং এখনও সেরা। এমনকি ক্লাবের সঙ্গে তার সমস্যা থাকলেও। মেসি না থাকার চেয়ে তাকে সঙ্গে নিয়ে বার্সেলোনা ভালো দল ছিল, আছে এবং থাকবে। যখন এখানে আমি আসি, তারা আমাকে বলেছিল যে মেসি অশান্তিতে ছিল।’

ক্লাবে এসেই মেসির সঙ্গে বোঝাপড়া করে নিয়েছিলেন কোমান, ‘তার বাড়িতে আমরা কথা বলেছিলাম এবং আমার কাছে সে কারণ ব্যাখ্যা করেছিল। আমি সৎ ছিলাম। আমি শুধু তাকে বলেছি এই পদ্ধতি, মাঠে তার অবস্থান ও দলে তার গুরুত্বের কথা। সমস্যা হলো ক্লাবের সঙ্গে তার সমস্যা আমি পাল্টাতে পারবো না। প্রথম দিন থেকে আমি এটা বলে এসেছি। সে সেরা এবং ক্লাবের প্রতি দায়বদ্ধ।’

ক্লাবের সঙ্গে সুসম্পর্ক না থাকলেও ট্রেনিংয়ে ফেরার পর থেকে অন্য মেসিকে দেখেছেন বার্সা কোচ। কোমান বলেছেন, ‘এই গ্রীষ্মে তার সমস্যা ছিল। কিন্তু ট্রেনিংয়ে ফেরার পর থেকে সে খুব ভালো করেছে। কিছু ম্যাচে হয়তো তার ভাগ্য সহায় হয়নি। তার স্বাভাবিক পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু আমি নিশ্চিত সহজাত গোল করে মৌসুম শেষ করবে সে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়