ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাসপাতাল ছাড়ছেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১১ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৪৮, ১১ নভেম্বর ২০২০
হাসপাতাল ছাড়ছেন ম্যারাডোনা

এক সপ্তাহেরও বেশি সময় পর হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট ডিয়েগো ম্যারাডোনা। বুধবার তাকে ছেড়ে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী। অবশ্য অ্যালকোহল নির্ভরতার জন্য চিকিৎসা করাতে একটি ক্লিনিকে নেওয়া হবে তাকে।

মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় গত মঙ্গলবার নাপোলি ও বোকা জুনিয়র্সের সাবেক তারকার অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচার পরবর্তী সমস্যা কাটিয়ে উঠতে সপ্তাহখানেক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

মাতিয়াস মোরলা জানান, জিমন্যাসিয়া ওয়াই এসগ্রিমার ৬০ বছর বয়সী কোচকে সরাসরি একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হবে। সেখানে ম্যারাডোনার সঙ্গে দেখা করতে তার অল্প কয়েকজন বন্ধুকে প্রবেশাধিকার দেওয়া হবে।

হাসপাতালের বাইরে মোরলা বলেছেন, ‘ডিয়েগো পুনর্বাসনে যেতে চান এবং আজ তার চলে (হাসপাতাল থেকে) যাওয়ার কথা। ভালো ব্যাপার হলো ডিয়েগো শক্ত আছেন। হয়তো তিনি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করেছেন। আমি মনে করি তার সুস্থ হয়ে ওঠা ঐশ্বরিক, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তিনি জীবন হারাতে পারতেন।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়