ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিতে তিন হারের জবাব দিতে চান জামাল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ২০:০২, ১২ নভেম্বর ২০২০
জিতে তিন হারের জবাব দিতে চান জামাল

সর্বশেষ সাত বছরের মধ্যে নেপালের বিপক্ষে মাত্র তিন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জয় নেই একটিতেও। বাংলাদেশের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার মাথায়ও আছে সেই তিন হারের পরিসংখ্যান। আগামীকাল ফিফা প্রীতি ম্যাচ খেলার আগে সংবাদ সম্মেলনে জামাল, জানিয়েছেন জিতেই সেই তিন হারের বদলা নিতে চান।

২০১৩ ও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। দুবারই পরাজয়ের ব্যবধান ছিল ২-০। এছাড়া গত বছর এসএ গেমসের ম্যাচে হেরেছিল ১-০ গোল ব্যবধানে। তবে আগামীকালের দেখায় হার কাটিয়ে নেপালের বিপক্ষে জয় পেতে চাইছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন পর আমরা একটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছি। আমরা সবাই শেষ তিন সপ্তাহ কঠোর পরিশ্রম করছি। কিন্তু সবাই আমরা শতভাগ ফিট না। তবে আশা করছি কাল আমরা জিতবো।’

তিনি আরও যোগ করেন, ‘নেপাল ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আট মাস পর ম্যাচে ফিরতেছি। অবশ্যই একজন খেলোয়াড় হয়ে আমি জিততে চাই। সকল খেলোয়াড় এবং আপনারা মিডিয়াও চান আমরা জিতি, কালকের ম্যাচে আমাদের ফোকাস হলো ম্যাচে ফেরা।’

এরপরই আগের তিন ম্যাচের হারের বিষয় টেনে তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই নেপালের সঙ্গে শেষ তিন ম্যাচের হারের বিষয়টি আমার মাথায় আছে। তাই আমি ব্যক্তিগতভাবে ম্যাচ জিততে চাই।’

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ নামে মোট দুটি প্রীতি ম্যাচ খেলা হবে। আগামীকাল মাঠে নামার পর দুই দল আবার ১৭ নভেম্বর মুখোমুখি হবে একে অপরের। খেলাগুলো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে সদ্য মিডিয়া অঙ্গণে আসা 'টি-স্পোর্টস' ও বাংলাদেশ টেলিভিশন, খেলাগুলো শুরু হবে বিকেল ৫টায়।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়