ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তবুও ফেভারিট চোটজর্জর ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৩ নভেম্বর ২০২০  
তবুও ফেভারিট চোটজর্জর ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে চোটজর্জর ব্রাজিল। দলের সেরা তারকারা ইতিমধ্যে চোটের জন্য দলের বাইরে ছিটকে গেছেন। তবুও ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে শুরু করবে তিতের শিষ্যরা।

সাও পাওলোর এস্তাদিও দো মোরুম্বিতে বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে ব্রাজিল-ভেনেজুয়েলা। দলটির বিপক্ষে মাঠে নামার আগেই নিশ্চিত হয়েছে দলের সেরা তারকা নেইমারকে পাওয়া যাবে না ম্যাচে। যিনি কিনা আগের ম্যাচেই পেরুর বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিকে ছিলেন ভাস্বর। এদিকে আগেই স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন কাসেমিরো, কৌতিনহো এবং ফাবিনহো। এদের মধ্যে কাসেমিরো করোনা পজিটিভ হয়ে ছিটকে গিয়েছিলেন।

তবুও ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের পক্ষে জয়ের পাল্লা বেশি ভারী। বিশ্বকাপ বাছাইয়ে বড় দুই জয় নিয়ে শুরু করেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জেতার পর পেরুর বিপক্ষে ব্যবধান ছিল ৪-২। অপরদিকে ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচে দেখেছে হার। যেখানে কলম্বিয়ার বিপক্ষে ৩-০ ও পেরুর বিপক্ষে ১-০ গোলের হার দেখেছে। তাই ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট ব্রাজিল।

এছাড়াও ভেনেজুয়েলার বিপক্ষে ২৬ ম্যাচের মধ্যে ২১টিতেই জয় দেখেছে সেলেসাওরা। হেরেছে কেবল ৩টিতেই। যদিও দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচ ড্র হয়েছে। ভেনেজুয়েলা সেই আশায় হয়তো মাঠে নামবে, তবে দিনশেষে ফেভারিট হয়ে মাঠে নামবে ব্রাজিল-ই।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়