ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৯০ মিনিটই আধিপত্য চান অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৮, ১৬ নভেম্বর ২০২০
৯০ মিনিটই আধিপত্য চান অধিনায়ক

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে দাপুটে জয় পেলেও বাংলাদেশের শেষ ৪৫ মিনিটের পারফরম্যান্স আহামরি ভালো ছিল না। গড়পড়তা পারফরম্যান্সে বাংলাদেশ ম্যাচ শেষ করে ভালোভাবেই। গোলও পেয়েছে। সেদিন ম্যাচের পরও বাংলাদেশের হেড কোচ জেমি ডে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচের আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও তার সুরে সুর মিলিয়েছেন। জানিয়েছেন, দ্বিতীয় অর্ধে ছন্দ ধরে রাখতে পারেননি। এজন্য দ্বিতীয় ম্যাচে পুরো ৯০ মিনিটের আধিপত্য চান অধিনায়ক।

আগামীকাল (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় দুই দলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে নামার আগে অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে আমি ১০/১৫ মিনিট খেলেছি। শুরুতে ভালো করলেও আমরা শেষটায় ভুগেছি। কিন্তু আমাদের পুরো ম্যাচেই ভালো খেলতে হবে। ৯০ মিনিটের পুরোটাই আধিপত্য ধরে রাখতে হবে।’

জামাল উঠে যাবার পর মধ্যমাঠ ছিল নড়বড়ে। নেপাল তখন কিছুটা হলেও আগ্রাসন দেখিয়েছিল। কিন্তু গোলের দেখা পায়নি। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে জামাল মন্তব্য করতে রাজি নন। তার ভাবনায় শুধুই দলীয় পারফরফরম্যান্স। তার ভাষ্য, ‘ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমি ততটা উদ্বিগ্ন নই। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলছে। সে হিসেবে প্রথম ম্যাচে আমি দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি।’

ঢাকা/ইয়াসিন/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়