ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৩, ১৭ নভেম্বর ২০২০
জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসান নাকি মাহমুদউল্লাহ রিয়াদ? এক দলে যখন দুই সেরা খেলোয়াড়, তখন অধিনায়ক নির্বাচন করতে ঘাম ঝরাতে হয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল জেমকন খুলনাও হয়তো এমন মধুর সমস্যায় পড়েছিল! শেষ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের ওপর আস্থা রেখেছে খুলনা। মাহমুদউল্লাহকে অধিনায়ক নির্বাচিত করেছে খুলনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এই তথ্য নিশ্চিত করেছে। 

প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরি থেকে সাকিব ও মাহমুদউল্লাহকে দলে নেয় খুলনা। নিজেদের প্রথম ডাকে সাকিবকে লুফে নেয় তারা। দ্বিতীয় ডাকে মাহমুদউল্লাহকে দলে ভেড়ায়। সাকিব এক সময় তিন ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। আইসিসির নিষেধাজ্ঞায় তিনি হারিয়েছেন সব। মাহমুদউল্লাহ বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক। তাইতো তার হাতেই দলের দায়িত্ব দিয়েছে খুলনা। 

দলটির ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম বলেন, ‘মাহমুদউল্লাহ ও সাকিব খুলনার হয়ে খেলবেন, আমরা খুবই উৎফুল্ল। বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক খুলনার নেতৃত্বে থাকবেন। এর আগে খুলনা টাইটান্সের তিনবারের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। আমরা ইতিবাচক ক্রিকেটের দিকে তাকিয়ে আছি। মর্যাদার এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে মুখিয়ে।’ 

নিজের দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘আমাদের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ হয়েছে। বুদ্ধিদ্বীপ্ত বেশ কয়েকজন বোলার আছে। অভিজ্ঞ শফিউল, আল আমিনের সঙ্গে তরুণ হাসান মাহমুদ মিলে দারুণ বোলিং ইউনিট। তারা কয়েক বছর ধরেই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছে। বোলিংয়ে সাকিব ও রিশাদ মিলে আক্রমণে আরও বৈচিত্র্য যোগ করেছে। আমি মনে করি চ্যাম্পিয়শনশিপ লড়াইয়ে দল হিসেবে খুলনার দারুণ সুযোগ রয়েছে।’ 

ব্যাটিংয়েও খুলনাকে শক্তিশালী মনে করছেন খুলনার অধিনায়ক, ‘ব্যাটিংয়েও আমাদের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছে। এনামুল, ইমরুল, সাকিব, জহুরুল ও আমি মিলে অভিজ্ঞ একটি ইউনিট। এটা আমাদের ব্যাটিং লাইন আপকে সমৃদ্ধ করেছে। এছাড়া ব্যাটিংয়ে আরিফুল হক ও শুভগত হোম অনেক ক্রিকেট খেলেছে, তাদের অভিজ্ঞতাও আমরা কাজে লাগাতে পারবো।’ 

ভালো কিছু হবে বিশ্বাস মাহমুদউল্লাহর, ‘সামগ্রিকভাবে আমি যে দলটি পেয়েছি, তাতে আমি দারুণ খুশি। আশা করি আমরা ভালো ফল করতে সক্ষম হবো। আমি অধীর আগ্রহ নিয়ে খুলনার হয়ে খেলতে অপেক্ষা করছি। বিসিবিকে ধন্যবাদ করোনার এই সময়েও আমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ক্রিকেটাররা অনেক উপকৃত হবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়