ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এ বছর হচ্ছে না ক্লাব বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৮ নভেম্বর ২০২০  
এ বছর হচ্ছে না ক্লাব বিশ্বকাপ

বিশ্বসেরা ক্লাব কে হচ্ছে, তা জানতে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এ বছর হচ্ছে না ফিফা ক্লাব বিশ্বকাপ।

আয়োজক দেশ ও ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়ন ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট সাধারণত ডিসেম্বরে হয়ে থাকে। মঙ্গলবার ফিফা জানিয়েছে, এবারের আসর হবে ২০২১ সালের ১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজন করা হবে কাতারের দোহায়।

গত মৌসুমের টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। ২০০০ সাল থেকে চালু হওয়া ক্লাব বিশ্বকাপ চারবার জিতে সবার সেরা রিয়াল মাদ্রিদ। 

এবারের টুর্নামেন্টে সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে কি না তা জানায়নি ফিফা, ‘টুর্নামেন্ট সংশ্লিষ্ট প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে ফিফার আন্তর্জাতিক ম্যাচ প্রটোকল মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ফিফা ও আয়োজক দেশ।’

আগামী বছর জুন-জুলাইয়ে চীনে পরিধি বাড়িয়ে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের কথা। কিন্তু করোনার কারণে ইউরো ২০২০ ও কোপা আমেরিকা এক বছর পিছিয়ে দেওয়ায় তা আপাতত স্থগিত করা হয়েছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়