ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিরোপা জয়ে প্রয়াত জোন্সকে কৃতিত্ব করাচির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৮ নভেম্বর ২০২০  
শিরোপা জয়ে প্রয়াত জোন্সকে কৃতিত্ব করাচির

লাহোর কালান্দার্সকে হারিয়ে করাচি কিংস পাকিস্তান সুপার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কোচ ডিন জোন্সকে স্মরণ করলেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। 

অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার পিএসএলের পাঁচ মৌসুমেই কোচ ছিলেন। ইসলামাবাদ ইউনাইটেডের প্রথম তিন শিরোপার দুটি এসেছে জোন্সের অধীনে। এই বছর দায়িত্ব নেন করাচির। তার অধীনে লিগ পর্বে শীর্ষস্থানে থেকে শেষ করেছিল তারা। মঙ্গলবার দলটির ট্রফি উৎসবেও হয়তো দেখা যেতো তাকে। কিন্তু ছিলেন না তিনি। হয়তো ওপাড় থেকে এই আনন্দের ভাগীদার হয়েছেন জোন্স।

করোনাভাইরাসের কারণে প্লে-অফের আগে স্থগিত হয় পিএসএল। জোন্স চলে যান মুম্বাইয়ে। আইপিএলের ব্রডকাস্টারের দায়িত্ব পেয়েছিলেন। গত সেপ্টেম্বরে স্ট্রোক করে সেখানেই আকস্মিক মৃত্যু হয় তার। অবশ্য গত সপ্তাহে পিএসএল মাঠে ফেরার পরই জোন্সকে স্মরণ করেছে করাচি। 

মুলতান সুলতান্সের বিপক্ষে কোয়ালিফায়ারের আগে আউটফিল্ডে ‘ডি’ অক্ষরের প্রতিকৃতি তৈরি করেছিলেন ক্রিকেটাররা এবং এক মিনিট নীরবতা পালন করেন। পুরো প্লে-অফ জুড়ে তাদের সঙ্গে জোন্সের একটি কার্ডবোর্ড কাট-আউট ছিল। পাশে লেখা ছিল ‘আমরা আপনাকে মিস করি।’

সব মিলিয়ে করাচির প্রথম শিরোপা জয়ে জোন্সের কৃতিত্ব রয়েছে বলে স্বীকৃতি দিলেন ইমাদ, ‘ডিন জোন্স, অবশ্যই তিনি কৃতিত্বের দাবিদার। কারণ তিনি আমাদের যা শিখিয়েছেন, বিশ্বের খুব কম কোচই তা শেখাতে পারেন। ওয়াসিম আকরামও এই ট্রফির দাবি রাখেন কারণ তিনি আমাদের বোলিং কোচ ছিলেন। প্রধান কোচ, মেন্টর ও টিম প্রেসিডেন্ট সবাই এক হয়ে কাজ করেছেন। এই ফ্রাঞ্চাইজির অধিনায়কত্ব করা সম্মানের।’

পাকিস্তানের সাবেক পেসার আকরামও জোন্সকে স্মরণ করলেন। এই শিরোপা সাবেক কোচকে উৎসর্গ করলেন তিনি, ‘এই জয় আমাদের কোচ ডিন জোন্সকে উৎসর্গ করছি। মেলবোর্নে তার পরিবারের প্রতিও শুভ কামনা রইলো।’ করাচির অফিসিয়াল টুইটার লিখেছে,. ‘ডিনো, এটি (ট্রফি) তোমার জন্য।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়