ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে আশরাফুলের ভিন্ন চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১৯ নভেম্বর ২০২০  
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে আশরাফুলের ভিন্ন চ্যালেঞ্জ

মোহাম্মদ আশরাফুল (ছবি: বিসিবি)

শরীরের মেদ ঝরিয়ে হয়েছেন ঝরঝরে। পেশি শক্তির কাজ করে বাড়িয়েছেন ফিটনেস। প্রতিনিয়ত চলছে স্কিল ট্রেনিং। এই জায়গায় আগের চেয়ে হয়েছেন আরও শাণিত। বলা হচ্ছে মোহাম্মদ আশরাফুলের কথা। দীর্ঘ সময় পর আবারও মাঠে ফেরার সুযোগ হচ্ছে তার। মিনিস্টার গ্রুপ রাজশাহীর জার্সিতে তাকে দেখা যাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। আপাতত এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে নতুন করে চেনাতে চান সাবেক অধিনায়ক। 

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই সুপারস্টার জাতীয় দল থেকে যোজন-যোজন দূরে। তবুও ৩৬ বছর বয়সী আশরাফুল স্বপ্ন দেখেন দেশের প্রতিনিধিত্ব করার। কিন্তু বাড়তি কিছু করেই তাকে আসতে হবে জাতীয় দলে। এজন্য রানের ফুলঝুরি ছোটাতে হবে ঘরোয়া ক্রিকেটে। দেখাতে হবে নিজের নিবেদন। এজন্যই নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি ব্যাটসম্যান।  

তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে ঘিরে তার চ্যালেঞ্জ ভিন্ন। আশরাফুল জানালেন, অনেক দূরের চিন্তা না করে টি-টোয়েন্টি কাপে ম্যাচ ধরে ধরে নিজের পারফরম্যান্সের উন্নতি করতে চান।   তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে জাতীয় দলে ঢুকতে হবে এমন চিন্তা করছি না। আপাতত এ টুর্নামেন্ট নিয়েই ভাবছি। অধীরে আগ্রহে এ টুর্নামেন্ট খেলার অপেক্ষায় আছি। শেষ তিন মাস আমি যে অনুশীলন করেছি, সেটা প্রয়োগের সময় এসেছে।’ 

করোনার কারণে মাঠে নামা না হলেও নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন ছিলেন আশরাফুল। নিজের এই ফিটনেস অবিশ্বাস্য লাগছে তার কাছে, ‘শেষ আট মাস আমি ফিটনেস নিয়ে সচেতন ছিলাম, আগেও ছিলাম। তবে এখন (ফিটনেস) যতটা আছে, এতটা যে করতে পারবো এই বিশ্বাসটা ছিল না। এখন এ টুর্নামেন্টকে ঘিরেই আমার পরিকল্পনা। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। আমারও আছে। আপাতত এই ধাপ নিয়ে চিন্তা করছি না।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়