ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভালো পারফরম্যান্সে নির্বাচকদের বার্তা দিতে চান ইরফান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৫৪, ২০ নভেম্বর ২০২০

প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞতা দশ বছর হয়ে গেছে। তার একসময়ের সতীর্থ সৌম্য সরকারতো জাতীয় দলের তারকাই। তবে বাঁহাতি ব্যাটসম্যান ইরফান শুক্কুরের জন্য জাতীয় দলের দরজায় খোলা হয়নি কখনো। তাই বলে হাল ছাড়ছেন না আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালে সুযোগ পাওয়া এই ক্রিকেটার। প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ইরফান সামনের টুর্নামেন্টেও ধারাবাহিক ভালো পারফরম্যান্সে জাতীয় দলের জন্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বার্তা দিয়ে রাখতে চান বলে ফরচুন বরিশালের দেয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর থেকে মোটামুটি পারফরম্যান্সে আলোচনায় থাকেন। তবে জাতীয় দলের দুয়ার খুলতে সেটি যথেষ্ট নয়। সর্বশেষ প্রেসিডেন্টস কাপে মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে অনেকটাই লাইমলাইটে এসেছেন। টুর্নামেন্টটিতে ইরফান ২১৪ রান করলেও মুশফিকের চেয়ে ৫ রান পিছিয়ে ছিলেন। সামনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এখানেও একই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় দলের জন্য জানান দিয়ে রাখতে চান জানিয়ে ইরফান বলেন,

‘সামনের টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স আমাকে অনুপ্রেরণা দিবে। আমি চেষ্টা করবো এবারের টুর্নামেন্টেও সেই ফর্মটা টেনে নিয়ে যাওয়ার। দলের হয়ে ১০০ ভাগ অবদান রাখতে চেষ্টা করবো।’

তিনি আরও যোগ করেন, ‘অন্যসব ক্রিকেটারের মতো আমার লক্ষ্য হচ্ছে, লম্বা সময় ধরে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার। তবে এই মুহূর্তে আমি পরিকল্পনা কেবল সামনের টি-টোয়েন্টি কাপকে ঘিরে। এভাবে ধাপে ধাপে আমি এগুতে চাই। জাতীয় দলের দরজায় কড়া নাড়তে আমার হাতে আছে, নিজের পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রম। ভবিষ্যতের সুযোগের অপেক্ষা তাই আমি টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ওপর ছেড়ে দিচ্ছি।’

এদিকে প্রেসিডেন্টস কাপে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ইরফানের দল নাজমুল একাদশকে। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জিততে চান শিরোপা। বিশ্বাস করেন, তার দল ফরচুন বরিশাল আসরের ভারসাম্যপূর্ণ দল গড়েছেন। যেখানে অভিজ্ঞ তামিম ইকবাল, তাসকিন, আবু জায়েদের সঙ্গে আছেন তরুণ তুর্কী আফিফ, সুমন খান, আমিনুল বিপ্লব। সবাই ফর্মে আছেন জানিয়ে ইরফান আরও যোগ করেন,

‘আমাদের দল ভালোই ভারসম্যপূর্ণ হয়েছে। দলে অভিজ্ঞ সিনিয়র যেমন আছে, জুনিয়রদের মিলিয়ে ভালো সমন্বয় হয়েছে। এছাড়াও নিজেদের ভারসাম্যপূর্ণ বলার কারণ, আমাদের দলে যারা আছেন তারা সবাই নিয়মিত পারফর্ম করে থাকেন। এছাড়াও সদ্য শেষ হওয়া প্রেসিডেন্টস কাপেও যারা পারফর্ম করেছে তাদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। আমরা তাই ফাইনাল খেলার ইচ্ছে ও শিরোপার জন্যই মাঠে নামবো।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়