ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাতারে বাংলাদেশের ম্যানেজার ও ফিজিওর করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ০৬:২২, ২১ নভেম্বর ২০২০
কাতারে বাংলাদেশের ম্যানেজার ও ফিজিওর করোনা পজিটিভ

কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে সেই দেশে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর সেখানে গিয়ে করোনার হানায় পড়েছে জাতীয় ফুটবল দলের ম্যানেজার ও ফিজিও।

৪ ডিসেম্বরের ম্যাচ খেলতে কাতারে উড়াল দেওয়ার আগে জাতীয় দলের ফুটবলার সহ পুরো বহরের করোনা টেস্ট করা হয়েছিল। সেই পরীক্ষায় কারোই করোনা পজিটিভ আসেনি। অবশেষে গতকাল কাতারে নামে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট স্টাফরা। কাতারে পৌঁছানোর পর সবার আবারও করোনা টেস্ট করা হয়। আর সেখানেই জানা যায়, করোনায় আক্রান্ত জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান। তবে এই দুইজন ছাড়া আর কারো করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

এর আগে করোনা পজিটিভ হওয়ায় দল থেকে আলাদা হয়ে পড়েন জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। উড়াল দেননি দলের সঙ্গে। এছাড়াও করোনার আক্রমণে দল থেকে ছিটকে গিয়েছিলেন ফুটবলার মানিক মোল্লাও।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়