ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের থেকে চমক চান তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ০৭:০০, ২২ নভেম্বর ২০২০
প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের থেকে চমক চান তামিম

প্লেয়ার্স ড্রাফট মানেই ভাগ্যের পরীক্ষা। সেই পরীক্ষায় কখনো হাসতে হয়, কখনো পেতে হয় দুঃখ। বঙ্গবন্ধু বিপিএলের দল ফরচুন বরিশাল দল গুছিয়ে হাসতে পারছে না। মনের মতো করে দল গোছাতে না পারার আক্ষেপ আছে দলটির। তবে ২২ গজে ছেড়ে কথা বলবে না সেই হুংকারও দিয়ে রেখেছে।

দলের আইকন ও অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল মনে করেন, আউট অব বক্স পারফরম্যান্স করলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করার সুযোগ থাকবে ফরচুন বরিশালের। তাসকিন, মিরাজ, রাহী, আফিফদের মতো একঝাঁক তরুণ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। আছে সুমন খান, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুরদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও। অভিজ্ঞ ক্রিকেটার বলতে আছেন শুধু তামিমই। তাইতো অধিনায়কের ওপর বাড়তি চাপ। তবে ২২ গজে সেই চাপ নিতে চান না তামিম। নিজের সাচ্ছন্দ্যে খেলে যেতে চান দেশসেরা ওপেনার। পাশাপাশি দলের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বানও করেছেন।

শনিবার ফরচুন বরিশালের জার্সিতে অনুশীলনে যোগ দেন তামিম। পাকিস্তান সুপার লিগে অংশ নিয়ে কোয়ারেন্টাইন শেষে আজই তামিম মাঠে নামেন। অনুশীলনের পর নিজের দল নিয়ে খানিকটা অসন্তুষ্টি প্রকাশ করেন তামিম, ‘আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোনো সন্দেহ নেই। ড্রাফটে ভুল করেছি বলেই আমাদের দল নিয়ে কথা উঠছে। তবে ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। আমার দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আমরা হয়তো কেউ মূল্যায়ন করছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটতে পারে। যেকোনো কিছু হতে পারে।’

দলের ভালো সাফল্যের জন্য তামিম তাকিয়ে তরুণদের দিকে। বিশেষ করে যাদের নিয়ে আলোচনা কম কিংবা লাইমলাইটে নেই তাদের থেকে চমকে দেওয়া পারফরম্যান্সের প্রত্যাশায় বরিশারের অধিনায়ক। তার ভাষ্য, ‘আমাদের যে স্কোয়াড আছে, আমাদের যদি সফল হতে হয় আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। আমাদের ক্রিকেটারদের দিয়ে অন্য দলকে চমকে দিতে হবে। তাহলে অবশ্যই সম্ভব।’

পাশাপাশি নিজের পারফরম্যান্সকেও বড় করে দেখছেন তিনি, ‘অবশ্যই আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দিবে। এজন্য আমার টুর্নামেন্টে আলাদা ভূমিকা পালন করতে হবে।’

২৪ নভেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ ও সাকিবদের জেমকন খুলনা। প্রথম ম্যাচের বাধা টপকে যেতে চান তামিম, ‘প্রথম ম্যাচ সব সময়ই একটু কঠিন হয়। আশা করবো প্রথম ম্যাচটা আমাদের জন্য ভালো যাবে।’

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়