ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘বিদেশী ক্রিকেটারদের আইপিএল খেলতে দেয়া উচিত নয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ২১ নভেম্বর ২০২০  
‘বিদেশী ক্রিকেটারদের আইপিএল খেলতে দেয়া উচিত নয়’

চলতি বছর অক্টোবর-নভেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। কিন্তু করোনাভাইরাসের কারণের পিছিয়ে গেছে বৈশ্বিক আসরটি। সেই সূচীতে ভারতীয় বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় সমালোচক অজি কিংবদন্তি অ্যালান বোর্ডার বিষয়টি সহজভাবে নিতে পারেননি। আর তাই আইপিএলে কোনো বিদেশী ক্রিকেটারদের খেলতে দেয়া উচিত নয়, এমন মন্তব্য করেন সাবেক এই অজি ক্রিকেটার। এছাড়াও আইপিএলকে টাকা পয়সা রোজগারের বড় কৌশল ছাড়া অন্য কিছু মনে করছেন না বোর্ডার।

মূলত, এই বছর বিশ্বকাপ না হওয়াতে প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তবে ভারতীয় বোর্ডের কাছে সেটি বড় নয়। বরং তাদের কাছে, আইপিএল আয়োজন ছিল সবচেয়ে বড় প্রয়োজনীয়। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন না করতে পারলে বিসিসিআই প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতো। আর তাই আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয়ে আয়োজন করে এবারের আইপিএল।

তবে বিষয়টি পছন্দ হয়নি বোর্ডারের। এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিষয়টি ভালো লাগেনি। স্থানীয় টুর্নামেন্টের চেয়ে বৈশ্বিক টুর্নামেন্ট অগ্রাধিকার দেওয়া উচিত। ফলে আইপিএলের চেয়ে বিশ্বকাপ খেলাকে প্রাধান্য দেয়া উচিত ছিল। করোনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি করা না যায়, তাহলে আইপিএলও হওয়া উচিত নয়।’

এরপরই তিনি আরও যোগ করেন, ‘আর্থিক কারণেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আমি একেবারেই খুশি নই। এমন হলে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর উচিত তাদের ক্রিকেটারকে আইপিএলে না পাঠানো।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়