ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এগিয়ে গিয়েও জয়বঞ্চিত রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৬, ২১ নভেম্বর ২০২০  
এগিয়ে গিয়েও জয়বঞ্চিত রিয়াল

স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে ভিয়ারিয়াল। শনিবার রাতে তারা ১-১ গোলে ড্র করেছে রিয়ালের সঙ্গে।

এই ম্যাচে জয় পেলে ভিয়ারিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারতো। সেটি না হলেও ১০ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে তারা। অন্যদিকে  রিয়াল ৯ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় দানি কারবাহালের ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান মারিয়ানো। ভিয়ারিয়াল অবশ্য অফসাইড দাবি করেছিল। কিন্তু ভিএআরে সেটি টিকে যায় আর রিয়াল লিড নেয়।

মারিয়ানোর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর ৭৬ মিনিটে সমতা ফেরায় ভিয়ারিয়াল। এ সময় রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া বক্সের মধ্যে ফাউল করেন ভিয়ারিয়ালের স্যামুয়েল চুকউয়েজেকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জেরার্ড মরেনো গোল করে সমতা ফেরান।

বাকি সময়ে এই সমতা আর ভাঙেনি। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দল দুটি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়