ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৪৫, ২২ নভেম্বর ২০২০
ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে সৌম্য

মাঠে ক্রিকেট ফিরলেও সৌম্য সরকারের ব্যাটে ছিল না রান। বিসিবি প্রেসিডেন্টস কাপে তার পারফরম্যান্স ছিল তলানিতে। পাঁচ ম্যাচে রান করেছেন ২১, ৯, ৮, ৭ ও ৫। দ্যুতি ছড়াতে না পারা এ ক্রিকেটার নিজের ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে। 

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজের সেরাটা নিংড়ে দিতে চান সৌম্য। এজন্য ব্যক্তিগত অনুশীলন করেছেন নিয়মিত। এখন গাজী গ্রুপ চট্টগ্রামের জার্সিতে চলছে তার প্রস্তুতি। ভালো কিছুর প্রত্যাশায় থাকা সৌম্য শনিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রেসিডেন্টস কাপে পারফরম্যান্স ভালো ছিল না। এবার অবশ্যই চেষ্টা করবো যে ওই ব্যর্থতা পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টে সময়টা অনেক ভালো কাটাতে পারি। যে কোনও টুর্নামেন্টেই একটা লক্ষ্য থাকে। আমার নিজেরও একটা লক্ষ্য আছে, চেষ্টা করবো যেন তা পূরণ করতে পারি।’ 

চট্টগ্রামে সৌম্যর সঙ্গী লিটন দাশ। আছেন মোহাম্মদ মিথুন, মুমিনুল হকও। টপ অর্ডারে এই চার ব্যাটসম্যানের ওপর দল তাকিয়ে থাকবে। পাশাপাশি বোলিংয়ে তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুলদের মতো ভালোমানের বোলার আছেন। শক্তিমত্তায় কোনোভাবেই পিছিয়ে নেই তারা। 

দলের দায়িত্বে আছেন দুইবার বিপিএল জেতা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাইতো নিজেদেরকে শিরোপার অন্যতম দাবিদার ভাবছেন সৌম্য, ‘আমাদের দল অনেক ভালো হয়েছে। সব দিক থেকে ভারসাম্যপূর্ণ লাগছে। আশা করি টুর্নামেন্টে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়