ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশে সেরা দল পাঠানোর আশ্বাস উইন্ডিজ প্রেসিডেন্টের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ২০:২১, ২৫ নভেম্বর ২০২০
বাংলাদেশে সেরা দল পাঠানোর আশ্বাস উইন্ডিজ প্রেসিডেন্টের

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিট বাংলাদেশকে আশা দিলেন, ২০২১ সালের জানুয়ারিতে তাদের ‘হাতে থাকা সেরা দল’ সফরে পাঠাবেন। তবে খেলোয়াড়দের দাবি মাথায় রেখে তিনটি টেস্টের সিরিজ থেকে একটি ম্যাচ কমানোর আভাস দিয়েছেন তিনি।

আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার কথা এই বাংলাদেশ সফরে। টেস্ট সিরিজ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হিসেবে। 

স্কেরিট বলেছেন, ‘তিনটি টেস্ট থেকে দুটি টেস্ট করার কথা চলছে, এখনও তা চূড়ান্ত হয়নি। পরবর্তী কয়েক দিনের মধ্যে তা চূড়ান্ত হবে। সমস্যা হচ্ছে যে সব দিক থেকে আমাদের এটি বিবেচনা করতে হবে, কোভিড-১৯, সূচি ও খরচ। আজকাল কোভিডের কারণে বিশ্ব ক্রিকেটে রাজস্বে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা বাংলাদেশে আসতে চাই কারণ সম্পর্ক ও যে দ্বিপাক্ষিক সম্মতি হয়েছে, তার প্রতি শ্রদ্ধাশীল আমরা।’

বাংলাদেশে সেরা একটি দল পাঠানোর আশ্বাস দিয়েছেন উইন্ডিজ বোর্ডের প্রধান, ‘আমি শুধু এটুকু নিশ্চিত করতে চাই যে যে কোনও সফরে আমরা সবসময় হাতের কাছে থাকা সেরা দল পাঠাবো, এমনকি বাংলাদেশেও। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সফর সবসময় চ্যালেঞ্জিং কারণ এই পরিবেশ আমাদের থেকে একেবারে আলাদা। কিন্তু আমরা বাংলাদেশে সবসময় ভালো করেছি। আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিপক্ষে খেলা উপভোগ করে। এই মুহূর্তে আমরা বেশ সমানে সমান এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে ভালো সিরিজ হয় সবসময়। ঘরে ও বাইরের সফরে অংশ নিতে আমরা সবকিছু করছি।’

গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ৭ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টেস্টের পরিবর্তে দুটি টেস্ট খেলতে চায় তারা। কিন্তু বিসিবি চাইছে তিনটি টেস্টই হোক। এ কারণে বাকি সবকিছু চূড়ান্ত হলেও এই সিরিজের সূচি ঘোষণা করা হয়নি।

এ নিয়ে আকরাম বলেছিলেন, ‘আমাদের দুই বোর্ড সফর নিয়ে সব কিছু চূড়ান্ত করেছে। ৭ জানুয়ারি তারা বাংলাদেশে আসবে।’সফর সংক্ষিপ্ত হতে পারে এমন আভাস দিয়েছিলেন তিনিও, ‘ওয়েস্ট ইন্ডিজ একটি টেস্ট কম খেলে সফর সংক্ষিপ্ত করতে চাচ্ছে। আমরা চাচ্ছি সবগুলো ম্যাচই হোক। দুই বোর্ড এখন সিরিজ নিয়ে আলোচনা করছে। শিগগিরই সব চূড়ান্ত হয়ে যাবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়