ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন মেদভেদেভ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ২০:৪৭, ২৩ নভেম্বর ২০২০
এটিপি ফাইনালসের চ্যাম্পিয়ন মেদভেদেভ

রাশিয়ান দানিল মেদভেদেভ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা অর্জন করলেন। ঘুরে দাঁড়িয়ে অস্ট্রিয়ান প্রতিপক্ষ ডোমিনিখ থিয়েমকে ৪-৬, ৭-৬ (২), ৬-৪ গেমে হারিয়ে রোববার এটিপি ফাইনালস জিতলেন তিনি।

সম্প্রতি ইউএস ওপেন জেতা থিয়েম প্রথম অস্ট্রিয়ান হিসেবে ফাইনালে ফেভারিট ছিলেন। কিন্তু ২৪ বছর বয়সী মেদভেদেভ স্রোত বদলে দিলেন দারুণ জয়ে।

দুর্বোধ্য সার্ভ ফেরত পাঠিয়ে ম্যাচ পয়েন্ট আদায় করে ২ ঘণ্টা ৪২ মিনিটে লড়াই শেষ করেন মেদভেদেভ। তাতে ১২ বছর ধরে লন্ডনের জিরো টু এরেনায় চলা এই টুর্নামেন্টের পর্দা নামে। সামনের বছর থেকে এই প্রতিযোগিতা হবে ইতালির তুরিনে।

২০০৯ সালে প্রথম আসরে নিকোলাই ডেভিডেঙ্কোর পর প্রথম রাশিয়ান হিসেবে এই ট্রফি জিতলেন মেদভেদেভ।

এটিপি ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে র‌্যাংকিংয়ের শীর্ষ তিন খেলোয়াড়কে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন মেদভেদেভ। 

গ্রুপে এই রাশিয়ান বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকে হারান। সেমিফাইনালে তিনি বিদায় করেন দ্বিতীয় র‌্যাংকিংয়ের রাফা নাদালকে। আর ফাইনালে মেদভেদেভের কাছে হেরে টানা দ্বিতীয় বছর রানার আপ হলেন তিন নম্বর থিয়েম।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়