ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩৪তম জন্মদিনে ৩৪ স্কুলে রায়নার কল্যাণকর উদ্যোগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৫২, ২৩ নভেম্বর ২০২০
৩৪তম জন্মদিনে ৩৪ স্কুলে রায়নার কল্যাণকর উদ্যোগ

উত্তর প্রদেশ, জম্মু ও এনসিআর জুড়ে ৩৪টি সরকারি স্কুলে স্যানিটেশন নির্মাণ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে যাচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।

এই বছরের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রায়নার জন্মদিন ২৭ নভেম্বর। ৩৪তম জন্মদিনে এই জনহিতকর কাজের উদ্যোগ নিয়েছেন তিনি। এই কাজে তাকে সহায়তা করবে তার বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাসিয়া রায়না ফাউন্ডেশন।

এই উদ্যোগের মাধ্যমে এসব স্কুলে অধ্যয়নরত ১০ হাজার শিশুর স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে বিবৃতি দেওয়া হয়েছে।

রায়নার স্ত্রী ও ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সোমবার। ঘাজিয়াবাদের নুর নগর সিহানির সরকারি কম্পোজিট মিডল স্কুলে আধুনিক পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট, হাত ধোঁয়া ও স্মার্ট ক্লাসরুম চালু করেছেন তারা। 

রায়না বলেছেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমার ৩৪তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছি, এটা বিশাল আনন্দের। আমার জন্মদিন এর চেয়ে ভালোভাবে উদযাপন করতে পারতাম না। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়