ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মারা গেলেন ধোনির মেন্টর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৪ নভেম্বর ২০২০  
মারা গেলেন ধোনির মেন্টর

মহেন্দ্র সিং ধোনির মেন্টর ছিলেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বিদেশের গতিময় পিচে যেন স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেন, সেজন্য রাঁচিতে প্রথম টার্ফ পিচের ব্যবস্থা করেছিলেন। সেই দেবল সহায় মঙ্গলবার ঝাড়খণ্ডের রাজধানীর একটি হাসপাতালে মারা গেলেন।

মাল্টি অর্গ্যান ফেইলিওর হয়ে ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন সহায়। রেখে গেছেন স্ত্রী এবং এক ছেলে ও মেয়ে। সহায়ের আসল নাম দেবোরা। তবে জনপ্রিয় ছিলেন দেবল নামে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার করোনাভাইরাস ধরা পড়ে। ৯ অক্টোবর হাসপাতাল থেকেও ছাড়া পান।

সহায়ের ছেলে অভিনব আকাশ সহায় বলেছেন, ‘বাসায় ১০ দিন থাকার পর আবার নানা শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ রাত তিনটায় তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে।’

ধোনির বাবা চাকরি করতেন মেকনে, সেখানেই চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন সহায়। পরে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে চাকরি করেন এবং অবসর নেন ডিরেক্টর হয়ে। সেন্ট্রাল কোলফিল্ডসে থাকার সময় স্টাইপেন্ড দিয়ে তরুণ ধোনিকে চাকরিতে নেন সহায় এবং তাকে টার্ফ পিচে প্রথমবার খেলার সুযোগ করে দেন।

ধোনির আত্মজীবনীমূলক সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও ছিল সহায়ের চরিত্র।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়