RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১৩ জমাদিউস সানি ১৪৪২

ম্যারাডোনার মৃত্যুতে মেসির শোক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৮, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:২৩, ১১ ডিসেম্বর ২০২০
ম্যারাডোনার মৃত্যুতে মেসির শোক

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ম্যারাডোনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং ম্যারাডোনা যে তাদের স্মৃতিতে অমর হয়ে থাকবেন সেটি উল্লেখ করেন।

মেসি লেখেন, ‘আর্জেন্টিনার প্রত্যেকটি মানুষ এবং ফুটবলের জন্য আজ অত্যন্ত দুঃখের  একটি দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, কিন্তু কখনই আমাদের স্মৃতি থেকে মুছে যাবেন না। ম্যারাডোনা চিরন্তন। আমি তার সঙ্গে যেসব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা স্মৃতির মণিকোঠায় রেখে দিবো। তার পরিবার এবং বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরপারে শান্তিতে থাকুন।’

বুধবার স্থানীয় সময় দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার বয়স হয়েছিল ৬০ বছর।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়