ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি নিয়ে বিভ্রান্ত কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:০৭, ২৭ নভেম্বর ২০২০
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি নিয়ে বিভ্রান্ত কোহলি

করোনাভাইরাস মহামারির কারণে একাধিক সিরিজ স্থগিত হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নপের ফাইনালিস্ট নির্ধারণে জটিলতার মধ্যে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিকল্প পয়েন্ট পদ্ধতি হিসেবে সংগৃহীত পয়েন্টের নিরিখে শতকরা হারে চূড়ান্ত হবে টেবিল। তাতে শীর্ষ দুটি দল খেলবে আগামী মার্চের ফাইনালে। আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে প্রতিক্রিয়া জানালেন ভারতের বিরাট কোহলি।

গত ১৯ নভেম্বর বিকল্প পয়েন্ট পদ্ধতি হিসেবে শতকরার ব্যাপারটি চূড়ান্ত করে আইসিসি। তাতে ভারতের চেয়ে কম পয়েন্ট পেয়েও তাদের নিচে নামিয়ে শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া। ৩ সিরিজে ২৯৬ পয়েন্ট অস্ট্রেলিয়ার, আর ভারতের চার সিরিজে ৩৬০ পয়েন্ট। কিন্তু শতাংশের হিসাবে অস্ট্রেলিয়ার ৮২.২২ আর ভারতের ৭৫। এমন পরিবর্তনকে বিভ্রান্তিকর আর খুব জটিল মনে করছেন কোহলি।

বৃহস্পতিবার ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতের অধিনায়ক বলেছেন, ‘এটা অবশ্যই আশ্চর্যজনক। কারণ আমাদের বলা হয়েছিল পয়েন্টের ভিত্তিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুটি দল নির্ধারণ হবে। কিন্তু হুট করে কোত্থেকে শতাংশের ব্যাপারটির আবির্ভাব হলো। এটা খুব বিভ্রান্তিকর এবং কারণটা বোঝা বড্ড কঠিন।’

আইসিসির কাছে এ নিয়ে প্রশ্ন আছে কোহলির, ‘প্রথম দিন থেকে যদি এসব ব্যাপারে আইসিসি আমাদের কাছে ব্যাখ্যা দিতো তাহলে এমন পরিবর্তনের কারণ বোঝা সহজ হতো। আমার মনে হয় এ নিয়ে আইসিসির কাছে আরও প্রশ্ন রাখা উচিত, তাহলে জানা যাবে এর পেছনে কারণ কী।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়