ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিসিবির আম্পায়ার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৮ নভেম্বর ২০২০  
বিসিবির আম্পায়ার করোনায় আক্রান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার আলী আরমান রাজন করোনায় আক্রান্ত। চলমান ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ – এ ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে গেছেন তিনি। নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুইটি ম্যাচেই রিজার্ভ আম্পায়ার ছিলেন তিনি।

এছাড়া আরো কয়েকটি ম্যাচে তাকে রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে শিগগিরিই দ্বিতীয় করোনা পরীক্ষা করাবেন গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে করোনা পরীক্ষায় পজিটিভ এসেছিলেন জয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেয়াড়, ম্যাচ অফিসিয়ালরা সবাই বিসিবির জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়