ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আলাভেসের কাছে হারের ব্যাখ্যা নেই জিদানের কাছে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৯ নভেম্বর ২০২০  
আলাভেসের কাছে হারের ব্যাখ্যা নেই জিদানের কাছে

গত সপ্তাহে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলে হারিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। আলাভেসের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে তারা। এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচ জয়ের দেখা পেলো না রিয়াল। এমন সঙ্গতিহীন ফর্মের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কোচ জিনেদিন জিদান।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শুরু থেকে ধুঁকেছে মাদ্রিদ ক্লাব। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে তাদের জালে গোল করেন লুকাস পেরেজ। ম্যাচের আধঘণ্টা না যেতে ঊরুর চোটে মাঠ ছাড়েন এডেন হ্যাজার্ড। জোসেলুর দ্বিতীয় গোলে দ্বিতীয়ার্ধে লিড পায় আলাভেস। কাসেমিরোর গোলটি স্বাগতিকদের জন্য ছিল সান্ত্বনাসূচক।

এ মাসের শুরুতে ভ্যালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হারের পর ভিয়ারিয়ালের ঘরে ১-১ গোলের ড্র করে রিয়াল। ঘরের মাঠেও সুবিধাজনক স্থানে নেই তারা। সব প্রতিযোগিতায় নিজ মাঠে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল তাদের তৃতীয় হার।

দলের পারফরম্যান্স দেখে হতবাক জিদানে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা খারাপ খেলেছি, শুরু থেকে এবং তা পরে পাল্টাতে পারিনি। আমি কোচ এবং দোষ নিচ্ছি সবসময়ের মতো। এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। মঙ্গলবার আমাদের আরেকটি ম্যাচ আছে। ইন্টাারের বিপক্ষে আমরা সত্যি ভালো খেলেছিলাম এবং আজ পারলাম না। কোনও অজুহাত দিতে চাই না। কোন খেলোয়াড়কে শোধরানো উচিত, তা এখানে বলা যাবে না।’

এই হারের ব্যাখ্যা নেই রিয়াল কোচের কাছে, ‘আমরা খেলার গতি পাল্টাতে পারিনি এবং এটা আমাকে বিরক্ত করেছে। ঠিক এখন আমাদের মূল সমস্যা সামঞ্জস্যতা। আমাদের অনেক ইনজুরিও ছিল। কিন্তু এসব অজুহাত দিতে চাই না। এটাই বাস্তবতা। তিন দিন আগেই আমরা ইন্টারের বিপক্ষে খেলেছি এবং আজ... আমার কাছে কোনও ব্যাখ্যা নেই।’

২৮ মিনিটে বদলি মাঠ ছাড়েন হ্যাজার্ড। প্রাথমিক রিপোর্টে তার ঊরুর চোটের খবর জানা গেছে এবং রোববার আরও পরীক্ষা করা হবে। করোনামুক্ত হয়ে গত সপ্তাহে মাঠে ফিরেছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড। জিদানে তার অবস্থা নিয়ে বলেছেন, ‘এখন জানি না তার কী অবস্থা। আশা করি এটা ছোটখাটো চোট, সে-ও তেমনটা বলেছে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ