ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা-খুলনার হারের বৃত্ত ভাঙার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৪১, ৩০ নভেম্বর ২০২০
ঢাকা-খুলনার হারের বৃত্ত ভাঙার ম্যাচ

‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’- এ কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল জেমকন গ্রুপ। তাদের পরেই আছে বেক্সিমকো ঢাকা। অথচ দুই হট ফেবারিট দল আছে হারের বৃত্তে।

টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি মুশফিকের ঢাকা। প্রথম ম্যাচ জয়ের পর টানা দুই হার মাহমুদউল্লাহ, সাকিবদের খুলনা। আজ তারা মুখোমুখি ময়দানী যুদ্ধে। দু'দলেরই হারের বৃত্ত ভাঙার ম্যাচ আজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

এর আগে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিরুদ্ধে লড়বে ফরচুন গ্রুপ বরিশাল। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুর্বার চট্টগ্রামকে থামানোর লড়াই বরিশালের। দুই দলের ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে।

খুলনা বড় দল নিয়ে আছে ব্যাকফুটে। তারকাবহুল দলটি নিজেদের এখনও মেলে ধরতে পারেনি। সাকিব ও মাহমুদুল্লাহ একেবারেই নিষ্প্রভ। বিজয়, এনামুলরা তো নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বারবার। বোলিংয়ে আল-আমিন, শফিউল, হাসান মাহমুদও নেই ছন্দে। সব মিলিয়ে আজ মাঠে ফল পেতে হলে দারুণ কিছু করতে হবে খুলনাকে।

ঢাকা রাজশাহী ও চট্টগ্রামের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে । ব্যাটিং-বোলিংয়ে পারফরম্যান্স আপ টু মার্ক না হওয়ায় জয়ের মুখ দেখেনি। প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে মুশফিক বাজে শটে আউট হয়েছেন। আজ তার দিকে তাকিয়ে থাকবে ঢাকা।বোলিংয়ে অভিজ্ঞ রুবেল দায়িত্ব নিতে পারেন কি না সেটাও দেখার।

বোলারদের অসাধারণ নৈপুণ্যে দুই ম্যাচে প্রতিপক্ষকে একশর আগে অলআউট করেছে চট্টগ্রাম। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অলআউটের পর দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে গুঁড়িয়ে দেয় ৮৬ রানে। দুই ম্যাচেই জয় ৯ উইকেটে।বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও রয়েছে দারুণ ফর্মে। আবার প্রতিপক্ষ দলের অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে মিরপুরে তাদের লড়াইটাও হবে জমজমাট।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়