RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১১ ১৪২৭ ||  ১০ জমাদিউস সানি ১৪৪২

বৃষ্টিতে ভাসলো নিউ জিল্যান্ড-উইন্ডিজ শেষ টি-টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৩০ নভেম্বর ২০২০  
বৃষ্টিতে ভাসলো নিউ জিল্যান্ড-উইন্ডিজ শেষ টি-টোয়েন্টি

মাউন্ট মঙ্গানুইয়ে ভারী বর্ষণে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টি-টোয়েন্টিতে ফলশূন্য থাকলো। মাত্র ১৪ বল খেলা হয়েছে, যাতে উইন্ডিজ ১ উইকেটে করেছিল ২৫ রান।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউ জিল্যান্ড। খেলা শুরুর আগে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছিল। তবে তৃতীয় ওভারের দ্বিতীয় বল শেষ হতে ভারী বর্ষণ শুরু হয়। তাতে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উইকেটটি নেন লকি ফার্গুসন। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন কিউই পেসার।

অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল নিউ জিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে গ্লেন ফিলিপসের রেকর্ড টি-টোয়েন্টি সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। উইন্ডিজকে ৭২ রানে হারিয়ে এক ম্যাচ আগে নিশ্চিত করে সিরিজ।

আগামী ৩ ডিসেম্বর হ্যামিল্টনে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট খেলবে। শেষ টেস্ট হবে ১১ ডিসেম্বর ওয়েলিংটনে।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়