ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যারাডোনার মৃত্যুর তদন্ত শুরু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৯, ৩০ নভেম্বর ২০২০
ম্যারাডোনার মৃত্যুর তদন্ত শুরু

লুকুয়ের কার্যালয়ের বাইরে প্রহরারত তদন্ত কর্মকর্তারা

ডিয়েগো ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হলেও চিকিৎসকদের গাফিলতির অভিযোগ আনেন তার আইনজীবী মাতিয়াস মোরলা। পূর্ণ তদন্তের আবেদন জানাবেন বলে ঘোষণা দেন তিনি। মোরলা কোনও পদক্ষেপ নিয়েছেন কি না নিশ্চিত হওয়া যায়নি। তবে আর্জেন্টাইন ফুটবল গ্রেটের মৃত্যুর তদন্ত শুরু করেছেন আর্জেন্টিনার বিচার বিভাগের কর্মকর্তারা। রোববার তার ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানের আদেশ দেওয়া হয়েছে। একটি স্থানীয় প্রসিকিউটরের অফিস এ খবর দিয়েছে।

গত বুধবার হার্ট অ্যাটাকে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। প্রসিকিউটেরর অফিসের বিবৃতি অনুযায়ী, বুয়েন্স আয়ার্সের উপশহর সান ইসিদ্রোর প্রসিকিউটরদের অনুরোধে এই অনুসন্ধান শুরু হয়েছে এবং তাতে এক স্থানীয় বিচারকের স্বাক্ষর রয়েছে।

শনিবার তদন্তের স্বার্থে ম্যারাডোনার নিকট আত্মীয় ও বন্ধুদের বিবৃতি নেওয়া হয়েছে। তাদের বক্তব্যের পর তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালানোর প্রয়োজনয়ীতাবোধ করেছেন তদন্তকারীরা।

কী কারণে এই তদন্ত চালানো হচ্ছে সে বিষয়ে তথ্য দিতে পারেনি প্রসিকিউটরের অফিস। গত বৃহস্পতিবার ম্যারাডোনার আইনজীবী মোরলা অভিযোগ করেন, জরুরি সেবা দিতে বিলম্ব করেছিলেন চিকিৎসকরা, ‘অ্যাম্বুলেন্স আসতে আধঘণ্টারও বেশি লেগে গিয়েছিল, এটা ছিল অপরাধমূলক মূর্খতা।’

তবে লুকুয়ে এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, অ্যাম্বুলেন্স ১২ মিনিটের মধ্যে পৌঁছেছিল। ম্যারাডোনাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে তিনি জানান, ‘তারা সব ক্লিনিক্যাল ফাইল নিয়ে গেছে। চিকিৎসায় কোনও ভুল ছিল না।’

লুকুয়ে আরও জানান, ম্যারাডোনা ছিলেন জটিল রোগী এবং একাধিকবার ডাক্তারদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। ফুটবল গ্রেটের এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘ডিয়েগো যা চাইতো, তাই করতো। তার সাহায্য দরকার ছিল। কিন্তু তার কাছে যাওয়ার কোনও উপায় ছিল না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়