ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাফুফে প্রেসিডেন্টের সুস্থতা কামনা ফিফা প্রধানের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৩৮, ৩ ডিসেম্বর ২০২০
বাফুফে প্রেসিডেন্টের সুস্থতা কামনা ফিফা প্রধানের

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সপ্তাহ হলো। ২৬ নভেম্বর থেকে সেল্ফ আইসোলেশনে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। তার দ্রুত সুস্থতা কামনা করে বুধবার একটি চিঠি দিয়েছেন বিশ্বের শীর্ষ ফুটবল সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

টানা চতুর্থবার বাফুফের প্রধান নির্বাচিত হওয়া সালাউদ্দিনকে বন্ধু সম্বোধন করে ইনফান্তিনো ওই চিঠিতে লিখেছেন, ‘কোভিড পরীক্ষায় আপনার পজিটিভ হওয়ার খবর জানতে পেরেছি। জুরিখ থেকে আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের পক্ষে এবং ব্যক্তিগতভাবে দ্রুত আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আশা করি শিগগিরই আপনাকে সুস্থ দেখতে পারবো।’

চিঠির শেষ দিকে ফিফা প্রধান আরও লিখেছেন, ‘স্বাস্থ্য সবার আগে। দূর থেকে হলেও এই কঠিন সময়ে আপনার পাশে আমি আছি।’

এক বক্তব্যে বাফুফে প্রেসিডেন্ট জানান তার অবস্থা, ‘আমি ভালোবোধ করছি। কিন্তু কিছু হালকা উপসর্গ এখনও আছে। অনেকে আমাকে ফোনে, মেসেজে ও চিঠি দিয়েছে গত কয়েক দিন ধরে। আমি প্রত্যেককে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাই, এটা সত্যি মন ভালো করার ব্যাপার। অন্তর থেকে প্রত্যেককে ধন্যবাদ।’

গত বছরের অক্টোবরে ইনফান্তিনো শুভেচ্ছা সফরে কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে আসেন। সালাউদ্দিনের সঙ্গে দেখাও করেন তিনি। এই অক্টোবরের শেষ দিকে করোনায় আক্রান্ত হন বিশ্ব ফুটবল সংস্থার প্রধানও।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়