Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

‘এই মৌসুমে মেসিকে বেচে দেওয়া উচিত ছিল’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৫:১৮, ৫ ডিসেম্বর ২০২০
‘এই মৌসুমে মেসিকে বেচে দেওয়া উচিত ছিল’

চলেই যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তাকে রেখে দিতে মরিয়া বার্সেলোনা রিলিজ ক্লজের জটিলতায় ফেলে দেয়। তাতে বাধ্য হয়ে আরও এক মৌসুম থাকতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ক্লাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস তুসকুয়েতস মনে করেন, আর্থিক সমস্যা লাঘবে এই মৌসুমে মেসিকে বেচে দেওয়া উচিত ছিল বার্সার।

গত আগস্টে বার্সা ছাড়ার ঘোষণা দেন মেসি। তবে কাতালান জায়ান্টদের সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চাননি বলে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। তবে এই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হবেন আর্জেন্টাইন তারকা, অর্থাৎ বিনা ফিতে যে কোনও দল তাকে চাইলে নিতে পারবে। অবশ্য জানুয়ারির শুরু থেকে তাকে কিনতে প্রস্তাব দিতে পারবে আগ্রহী ক্লাবগুলো।

করোনাভাইরাসে বিপুল অঙ্কের রাজস্ব হারানোর মধ্যে মেসিকে এই মৌসুমে ছেড়ে দেওয়া উচিত ছিল কি না জানতে চাইলে তুসকুয়েতস সোজাসাপ্টা উত্তর দেন, ‘আর্থিক দৃষ্টিকোণ থেকে বললে বলবো, হ্যাঁ। কিন্তু এটা এমন কিছু যে এখানে কোচিং স্টাফদেরও সম্মতি লাগতো। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মেসিকে বিক্রি করা বাঞ্চনীয় ছিল।’

গত ২৭ অক্টোবর বার্সার প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেন হোসেপ মারিয়া বার্তোমেউ। আগামী ২৪ জানুয়ারি হবে প্রেসিডেন্সিয়াল নির্বাচন। নতুন বোর্ডের হাত ধরে বর্তমান উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি বার্সা কাটিয়ে উঠবে বলে আশাবাদী তুসকুয়েতস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়