ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৪, ৪ ডিসেম্বর ২০২০
‘কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে’

টানা পরাজয়ের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বরিশাল। জেমকন খুলন অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছে ৪৮ রানে। তামিম ইকবালের ব্যাটে একটি ম্যাচ জিতলেও ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের’ বাকিটা পথ বরিশালের পারফরম্যান্স একেবারেই হতশ্রী।

তাইতো হারে কোনো ব্যাখ্যা নেই তামিমের কন্ঠে। ম্যাচ হারের পর শুক্রবার তিনি বলেন, ‘এভাবে হারাটা কখনই ভালো কোন অনুভূতি না। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। এই পরিস্থিতিতে আগেও বলেছি আমি মনে করি তারা সবাই খুবই ভালো খেলোয়াড়। শুধুমাত্র দল হিসেবে আমরা ভালো পারফর্ম করতে পারছি না।’

অধিনায়ক তামিম ছাড়া এ দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদদের মতো পরীক্ষিত পারফর্মার। কিন্তু তামিমসহ প্রত্যেকেই টুর্নামেন্টে নিষ্প্রভ। তামিম প্রায় প্রতি ম্যাচেই ভালো শুরু পাচ্ছেন। তবে ইনিংস বড় হচ্ছে না। যে ম্যাচে ৭৭ করেছিলেন সেই ম্যাচই জিতেছি বরিশাল। তাইতো শেষ ম্যাচে দলকে জয়ে ফেরাতে সতীর্থদের এগিয়ে আসার ডাক দিলেন তামিম।

তিনি বলেন,‘ ‘আমরা ভালো শুরুর পথ হারাচ্ছি । সর্বশেষ পাঁচ ম্যাচেই ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে এই জিনিসটার অভাব রয়েছে।’

‘আফিফ, ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে তাদের প্রত্যাশার থেকে বেশি ভালো করতে হবে।দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’ – যোগ করেন বরিশালের অধিনায়ক।
এদিকে বরিশালকে হারিয়ে বেশ উৎফুল্ল খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন,‘সবদিক দিয়েই এটি অসাধারণ জয় ছিল। ব্যাটসম্যান  এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। এটাতে খুব ভালো দলীয় সমন্বয় ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।’

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়