ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘চ্যাম্পিয়নের দৌড়ে বহু ধাপ পেছনে পড়লো বার্সা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০৭, ৬ ডিসেম্বর ২০২০
‘চ্যাম্পিয়নের দৌড়ে বহু ধাপ পেছনে পড়লো বার্সা’

কাদিজের মাঠে যথেষ্ট ভালো ছিল না বার্সেলোনা। ২৯ বছর পর দলটির কাছে হেরে লা লিগা শিরোপার দৌড় থেকে ‘বহু ধাপ পেছনে’ পড়ে গেলো তারা। ২-১ গোলে শনিবার হারের পর এমন অভিমত জানালেন বার্সা কোচ রোনাল্ড কোমান।

লিগে প্রথম ১০ ম্যাচে ১৪ পয়েন্ট বার্সার। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এরই মধ্যে ১২ পয়েন্ট পেছনে। আর অবনমন অঞ্চল থেকে ৩ পয়েন্ট দূরে তারা। ১৯৮৭-৮৮ মৌসুমের পর এমন বাজে শুরু হলো কাতালান জায়ান্টদের।

তাতে লা লিগার দৌড়ে বড় ধাক্কা যে বার্সা খেলো, তা মানছেন কোমান, ‘লা লিগা জয়ের ক্ষেত্রে আমরা বহু ধাপ পেছনে পড়ে গেলাম। এটা হতাশাজনক। কিন্তু আমাদের অবশ্যই এটা মেনে নিতে হবে, যদিও আতলেতিকোর মতো শক্তিশালী একটি দলের চেয়ে ১২ পয়েন্ট পেছনে।’

এই হারের ব্যাখ্যা নেই কোমানের কাছে, ‘আজকের (শনিবার) ফল ব্যাখ্যা করা কঠিন। আমরা প্রথম গোল খেলাম, আক্রমণে ভালো ছিলাম না। অনেক বেশি খেলোয়াড় মাঠের মাঝখানে ছিল। আমার দলের কাছ থেকে এধরনের খেলা আশা করা যায় না। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। সব মিলিয়ে বল পায়ে না থাকা অবস্থায় আমাদের মানসিকতা ভালো ছিল না।’

দ্বিতীয় গোল নিয়ে ক্ষুব্ধ কোমান, ‘আমাদের থ্রু ইন থেকে তাদের গোল হলো। এটা আমাদের ভুল। অবিশ্বাস্য এবং এমনটা প্রত্যাশা করা যায় না। এভাবে গোল আপনি খেতে পারেন না। দ্বিতীয় গোল কীভাবে খেলাম, তা ব্যাখ্যাতীত। এটা খুবই দুঃখজনক।’

১০ ম্যাচে বার্সা হেরেছে চারটি ও ড্র দুটি। এত হার উদ্বেগজনক মানছেন মিডফিল্ডার সার্জিও বুশকেটস, ‘এত বেশি হার উদ্বেগজনক। যত বেশি হোঁচট খাব, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য শীর্ষস্থান থেকে আরও দূরে সরে যাব।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়