ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সোহানের শেষ দিকের ঝড়ে রাজশাহীর ১৪৫

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০৬, ৬ ডিসেম্বর ২০২০
সোহানের শেষ দিকের ঝড়ে রাজশাহীর ১৪৫

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুটি ম্যাচ জেতার পর থেকে ছন্নছাড়া মিনিস্টার গ্রুপ রাজশাহী। দুটি জয়ের একটি ছিল জেমকন খুলনার বিপক্ষে। রোববার মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় দেখায় চ্যালেঞ্জিং কোনও স্কোর গড়তে পারেনি রাজশাহী। নুরুল হাসান শান্তর হাফসেঞ্চুরির পর ব্যাটিং ব্যর্থতার মুখোমুখি হয়েছিল তারা। তবে শেষ দিকে নুরুল হাসান সোহানের ঝড়ে ৫ উইকেটে ১৪৫ রানে থামে রাজশাহী।

টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামা খুলনা টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায়। আগের দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া শুভাগত হোম নিজের প্রথম ওভারে আমিনুল ইসলাম ইমনকে (১) মাঠ ছাড়া করেন। পাওয়ার প্লে শেষ হওয়ার পর প্রথম বলে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী। আল-আমিন হোসেন ফেরান রনি তালুকদারকে (১৪)।

রাজশাহী অধিনায়ক শান্ত একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি করলেও অন্যদের সহায়তা পাননি। ৩৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৫ রানে প্রতিপক্ষ অধিনায়ক মাহমুদউল্লাহর বলে শামীম হোসেনের ক্যাচ হন। শুভাগতর বলে ফজলে মাহমুদ পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলীয় ৯৩ রানে আউট হন।

এরপর সোহান ও জাকের আলী প্রতিরোধ গড়েন শেষ বল পর্যন্ত। ৩৭ বল খেলেছেন এই জুটি, যোগ করেছেন ৫২ রান। সোহানের ২১ বলে ৩ চার ও ২ ছয়ে সাজানো ৩৭ রানে অপরাজিত ছিলেন। জাকেরের ব্যাটে আসে ১৫ রান।

শুভাগত ২ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার। মাহমুদউল্লাহ এক ওভার বল করে ৪ রান দিয়ে নেন ১ উইকেট। সাকিব চার ওভারে ১৭ রান দিয়েও উইকেট পাননি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়