ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ. আফ্রিকা-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেও স্থগিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৭ ডিসেম্বর ২০২০  
দ. আফ্রিকা-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেও স্থগিত

করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শনিবার বাতিল হয়েছে। এবার আজকের দ্বিতীয় ওয়ানডেটিও স্থগিত করা হয়েছে। রোববার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ঐক্যমতের ভিত্তিতে কেপটাউনে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেটি স্থগিত করা হয়েছে।

মূলত শনিবার সন্ধ্যায় ইংল্যান্ড দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও স্টাফদের আরেক দফা করোনা টেস্ট করানো হয়। এই টেস্টে তাদের হোটেলের দুইজন স্টাফের করোনা ধরা পরে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন শঙ্কা করছেন করোনাভাইরাসের ধাক্কায় ইংল্যান্ডের এই সফরটি মাঝপথেই শেষ হয়ে যেতে পারে।

শেষ পর্যন্ত এই সফরটি যদি মাঝপথেই শেষ হয় তাহলে বিরাট ক্ষতির মুখে পড়বে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই সফরের টিভি স্বত্ব থেকে তাদের যে ৪.২ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল সেটা বড়সর ধাক্কা খাবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়