ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পূর্ণ স্বাধীনতা পেয়ে ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৯ ডিসেম্বর ২০২০  
পূর্ণ স্বাধীনতা পেয়ে ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরি

৪২ বলে সেঞ্চুরি কম কথা নয়, সেই আরাধ্য কাজটাই করলেন পারভেজ হোসেন ইমন। ফরচুন বরিশালের এই ব্যাটসম্যান মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় তাণ্ডবলীলা চালিয়েছেন। চুরমার করেছেন রেকর্ড। সহজাত ব্যাটিং করার পূর্ণ স্বাধীনতা পেয়েছেন বলেই এমন অবিশ্বাস্য সেঞ্চুরি ইমনের কাছ থেকে দেখা গেছে বলে টিম ম্যানেজার জানালেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুতে এ ব্যাটসম্যান নাকি নিজের মতো করে খেলার সুযোগ পাচ্ছিলেন না। নিজের ভূমিকা নিয়ে ছিলেন সংশয়ে। এজন্য দ্বারস্থ হন টিম ম্যানেজার হাসিবুল হোসেন শান্তর। জাতীয় দলের সাবেক এ পেসার ইমনকে নিয়ে যান অধিনায়ক তামিম ইকবালের কাছে। অভিজ্ঞ ও সিনিয়র ব্যাটসম্যান অভয় দেন তাকে। সঙ্গে দেন তার মতো করে খেলার পূর্ণ স্বাধীনতা। তাতেই বাজিমাত। 

যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচে ৪২ বলে ৫১ করেছিলেন ইমন। পরের ম্যাচগুলোতে ইনিংস লম্বা করতে পারেননি। মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়কের পূর্ণ সমর্থন পেয়ে পাল্টে যান তিনি। টিম ম্যানেজার হাসিবুল বুধবার সেই গল্প শুনিয়েছেন, ‘ওর সঙ্গে আমার সকালে (মঙ্গলবার) কথা হয়েছিল। তখন আমাকে বললো, তাকে স্বাধীনভাবে খেলতে দেওয়া হচ্ছে না। তো আমি জিজ্ঞাস করলাম কে তোমাকে স্বাধীনভাবে খেলতে দিচ্ছে না? এরপর আমি তামিমকে বললাম ওকে একটু ওর মতো করে খেলতে দাও। তামিম রাজি হলো, বললো- তুমি খেলো তোমার মতো। তামিম বলার পর ওর ভেতরে যে উৎসাহ জেগেছে সেখান থেকেই ওর এমন এই ইনিংস।’ 

ঝড়ো সেই ইনিংসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়েন ইমন। ৯ চার ও ৭ ছক্কা হাঁকিয়ে এ ব্যাটসম্যান এলোমেলো করে দেন রাজশাহীর বোলিং আক্রমণ। হাসিবুলের বিশ্বাস, ইমনের পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বজায় থাকবেও ভবিষ্যতেও। তিনি বলেছেন, ‘আমি ওকে অনূর্ধ্ব-১৭ থেকে দেখছি। সহজাত, কিন্তু সে এ ধরনের ক্রিকেটই খেলে। এখানে সে আরও ভালো ক্রিকেট খেলছে। কিছু শট যেমন ছক্কা যেগুলো হয়েছে, সবগুলোতেই সুন্দর টাইমিং করতে পেরেছে। এটা সে ধরে রাখতে পারলে পরের ম্যাচগুলোর জন্য আমাদের বাড়তি পাওয়া হবে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়