ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মেসিকে আনলে ভারসাম্য হারাতে পারে পিএসজি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৪৯, ৯ ডিসেম্বর ২০২০
‘মেসিকে আনলে ভারসাম্য হারাতে পারে পিএসজি’

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর লিওনেল মেসি ফের সিদ্ধান্ত পাল্টে থেকে গেছেন। এই মৌসুমের পর হয়তো আর ন্যু ক্যাম্পে দেখা যাবে না তাকে। নতুন ঠিকানা কোথায় হবে তা জানা নেই। তার সঙ্গে চুক্তির দৌড়ে এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির নাম শোনা গেছে সবচেয়ে বেশি। তবে সাবেক সতীর্থের সঙ্গে নেইমার পরের মৌসুমে খেলার ইচ্ছা প্রকাশের পর প্যারিস সেন্ত জার্মেইকে ধরা হচ্ছে মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে। কিন্তু এ ব্যাপারে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সতর্ক করে দিলেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার।

গত সপ্তাহে নেইমার বলেছিলেন, মেসির পাশে থেকে আবারও খেলা উপভোগ করতে চান তিনি। প্রয়োজনে নিজের পজিশন ছেড়ে দিতে রাজি, ‘সে আমার জায়গায় খেলতে পারে। আমার কোনও সমস্যা নেই। কিন্তু পরের বছরই তার সঙ্গে খেলতে চাই।’ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সুর মিলিয়ে পিএসজির সেন্ট্রাল মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, ‘আমরা সবাই মেসিকে পিএসজিতে চাই।’ অবশ্য মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে ফরাসি চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেন, ‘মেসি এখনও বার্সেলোনার খেলোয়াড়। এখন দলবদল নিয়ে কথা বলার সময় নয়।’

আর্সেনালের সাবেক কোচ ওয়েঙ্গারের বিশ্বাস, মেসির সঙ্গে চুক্তি করার কোনও প্রয়োজন নেই পিএসজির। বরং ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে আনলে ভারসাম্য হারাতে পারে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। সাবেক এই ফরাসি কোচ ইউরোপ ওয়ানকে বলেছেন, ‘বিশ্বের দুই সেরা ফুটবলারের একজন হচ্ছে মেসি। যারা মেসি আর রোনালদোর উত্তরসূরি হতে যাচ্ছে, তারা এরই মধ্যে পিএসজিতে। পরের কথা হচ্ছে, এটা ক্লাবের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলবে। একটি কৌশলগত ভারসাম্য আরেকটি আর্থিক ভারসাম্য। মেসির মতো খেলোয়াড়কে এনে আপনি কি পিএসজিতে ভারসাম্য রাখতে পারবেন? আমার মনে হয় না।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়