Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

পিএসজি ছাড়ার চিন্তা মনেই আসেনি নেইমারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:১০, ১০ ডিসেম্বর ২০২০
পিএসজি ছাড়ার চিন্তা মনেই আসেনি নেইমারের

বছরখানেক ধরে নেইমারের বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জন কম হয়নি। প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গেও শেষ হতে চললো তার চুক্তির মেয়াদ। নতুন করে তার সঙ্গে সম্পর্ক ফরাসি চ্যাম্পিয়নরা গড়বে কি না, সেটা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি। তবে নেইমার নির্ভার থাকছেন, পার্ক দে প্রিন্সেস ছেড়ে যাওয়ার চিন্তা তার মনে আসেনি। 

পিএসজিতেই নিজের ভবিষ্যৎ দেখছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর নেইমার তার ভাবনার কথা জানান। দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করার পথে এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড ফি ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে আসার পর সময়টা উপভোগ করছেন নেইমার।

আগামী মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও লম্বা সময়ের জন্য এই ক্লাবে থাকতে পারবেন বলে নেইমারের বিশ্বাস, ‘প্যারিসে এখানে আমি খুব খুশি। এই ক্লাবে আমি খুব সুখী, আমার সতীর্থদের নিয়ে।’ ২৮ বছর বয়সী ফরোয়ার্ড আরএমসি স্পোর্টকে আরও বলেন, ‘চলে যাওয়ার চিন্তা আমার মনে কখনও আসে না। আমাদের আলোচনা (চুক্তির বিষয়টি) করতে হবে। আমাদের সম্পর্কটা খুব ভালো এবং আমি খুশি। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’

পিএসজির আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের চুক্তিও শেষ হবে নেইমারের সঙ্গেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে সুর মিলিয়ে ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি জানান, দুজনকে তারা রেখে দিতে কাজ শুরু করেছে। তিনি বলেছেন, ‘নেইমার ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আলোচনা শুরু করেছি। এই আলোচনা গোপন থাকবে কিন্তু আমি খুব আত্মবিশ্বাসী। দুজনেই আমাদের সঙ্গে থাকতে চায়।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়