ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রবির ঘূর্ণিতে প্রথম পাঁচ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:২১, ১০ ডিসেম্বর ২০২০
রবির ঘূর্ণিতে প্রথম পাঁচ উইকেট

চার উইকেট নিয়ে আশা দেখিয়েছিলেন পাঁচজন। সেই পাঁচের তালিকায় ছিলেন রবিউল ইসলাম রবিও। ছিলেন কামরুল ইসলাম রাব্বী, মোস্তাফিজুর রহমান, শহীদুল ইসলাম ও মুক্তার আলী।

চার পেসারের সঙ্গে একা স্পিনার রবিউল ইসলাম। তার হাত ধরেই ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এর ১৭তম ম্যাচে আসল প্রথম পাঁচ উইকেট।

জেমকন খুলনার বিপক্ষে বেক্সিমকো ঢাকার এ স্পিনার ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩.৩ ওভারে ডট বল ছিল ৮টি। প্রথম স্পেলে রবি তুলে নেন জাকির ও সাকিবের উইকেট। শেষ স্পেলে তার শিকার শহীদুল ও অপু। মাঝে পেয়েছেন আরিফুল হকের উইকেট।

নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে পাঁচ উইকেটের স্বাদ পেলেন এ অফস্পিনার। এর আগে বরিশালের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট পেয়েছিলেন।

টুর্নামেন্টে এতোদিন সেরা বোলিংয়ের রেকর্ড নিজের কাছে রেখেছিলেন মোস্তাফিজ। খুলনার বিপক্ষে ৩.৫ ওভারে ৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়