ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সায় রেখে দেবেন তারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১১ ডিসেম্বর ২০২০  
প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সায় রেখে দেবেন তারা

লিওনেল মেসিকে পুঁজি করে নির্বাচনের দৌড়ে প্রচারণা চালাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। এই মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে ন্যু ক্যাম্প ছেড়ে দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তবে নির্বাচনে জিতলে মেসিকে বার্সায় রেখে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন জোর্দি ফারে ও ভিক্তর ফন্ত।

আগামী ২৪ জানুয়ারি নির্বাচন। যেখানে ফারে ও ফন্ত ছাড়াও লড়বেন সাবেক প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা, লুইস ফার্নান্দেজ ও অগাস্তি বেনেদিতো। কদিন আগে লাপোর্তা দাবি করেন, মেসিকে রাখতে হলে দলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে এবং আবার জিততে হবে চ্যাম্পিয়নস লিগ। নতুন একটি প্রকল্পও করা হবে জানান তিনি।

এবার ফন্ত বললেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে মেসিকে ন্যু ক্যাম্পে রাখাকে প্রাধান্য দেবেন তিনি। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বার্সা আইকন জাভি হার্নান্দেজ। এক সাক্ষাৎকারে ফন্ত বলেছেন, ‘আমার বিশ্বাস একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উত্তেজনাকর এবং বিশেষ করে মেসির ব্যাপারে, দীর্ঘমেয়াদী প্রকল্প যা তার অবসরেরও পরও বিদ্যমান থাকবে। আমরা তাকে থেকে যেতে রাজি করাতে পারবো।’

জানুয়ারিতে বেশ কয়েকটি ক্লাব মেসিকে প্রস্তাব দিতে পারে এমনটা ভেবে রেখেছেন ফন্ত, ‘জানি, জানুয়ারিতে সে অন্য ক্লাবগুলো সঙ্গে কথা বলতে পারে। মেসিকে (নির্বাচন যদি জিতি) রেখে দিতে সর্বোচ্চ চেষ্টা করাকেই অগ্রাধিকার দেওয়া হবে।’

নির্বাচনে জেতার পরদিনই মেসির সঙ্গে চুক্তি নবায়ন হয়ে যাবে, এই আশ্বাস ফারের, ‘মেসি বার্সেলোনায় থাকতে চায়। আমি জানি, তার পরিবার বার্সেলোনায় থাকতে চায় এবং আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা যদি নির্বাচনে জিতি, মেসি তার চুক্তি নবায়ন করবে। নির্বাচনে আমি জেতার পরের দিন ২৫ জানুয়ারি তার নতুন চুক্তি আপনাআপনি হয়ে যাবে।’

অবশ্য দুই প্রার্থী মেসিকে রাখার আশ্বাস দিলেও তার মনে কী চলছে, সেটা তিনিই ভালো জানেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়