ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পর্দা উঠলো ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগের

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১১ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৯:১৬, ১২ ডিসেম্বর ২০২০
পর্দা উঠলো ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগের

খুলনার দিঘলিয়া উপজেলায় ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় পর্দা উঠেছে ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন-সিক্স।

শুক্রবার দুপুরে উপজেলার এমএ মজিদ ক্লাব সংলগ্ন ওয়াই এম এ ক্লাব মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা ওঠে এই প্রতিযোগিতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন দিঘলিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান খান নজরুল ইসলাম।

দিঘলিয়া ওয়াই এম ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করছে। সার্বিক ব্যবস্থাপনা রয়েছে দিঘলিয়া ক্রীড়া একাডেমি। মোট ১২টি দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করছে। শুক্রবার উদ্বোধনী দিনে সুপার সিক্সার্স ১০৫ রানের বড় ব্যবধানে মোজাফফর ফাউন্ডেশনকে পরাজিত করে।

উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে সুপার সিক্সার্স নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। দলের হয়ে মাত্র ৩২ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন রকি। তার ইনিংসে ৫টি ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল।

এছাড়া ৩০ বলে ৬৮ রান করেন পিয়াস। জবাবে ব্যাট করতে নেমে মোজাফফর ফাউন্ডেশন মাত্র ৮১ রানে অল আউট হয়ে যায়। ম্যান অব দ্যা পুরস্কার জেতেন বিজয়ী দলের রকি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পর্যায়ের সাবেক কৃতি ফুটবলার মো.টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মুজাহিদ হোসেন মিশু।

আরও উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার সরদার হানেফ আলী, শেখ আনসার আলী, কে এম আসাদুজ্জামান, ফখরুল আলম বাবুল, কাদের মোড়ল, শেখ আসাফুর, রফিকুল ইসলাম সহ প্রমুখ।

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়