ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১২ ডিসেম্বর ২০২০  
মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ‘মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট ২০২০’ আজ ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এবারের এই ১১ দিন ব্যাপী প্রতিযোগিতার ঢাকা পর্বে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন অমল রয়। রানার-আপ হয়েছেন দীপু লাল। আর মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন ঝালকাঠির সুস্মিতা সেন। রানার-আপ হয়েছেন রংপুরের ইশিতা আফরোজ।

চ্যাম্পিয়ন অমল রয় ও সুস্মিতা সেন ২০ হাজার টাকা করে প্রাইজমানি পান। রানার-আপ দীপু লাল ও ইশিতা আফরোজ ১৫ হাজার টাকা করে প্রাইজমানি পান। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে তাদের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে তাদের হাতে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ আলী দীন। এ সময় অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়া এবারের এই প্রতিযোগিতা থেকে উদীয়মান সেরা ১০ জন টেনিস খেলোয়াড় বাছাই করা হয়। তারা হলেন- রাজশাহীর সিয়াম ও ইমন, যশোরের যারিফ, উত্তরা ক্লাবের জাওয়াদ মোহাম্মদ ভুঁইয়া, এনটিসির আবির ও জুয়েল রানা, নওগাঁর রাইকা ও তাহোসিন, জামালপুরের দ্বীন ইসলাম ও ঝালকাঠির সুস্মিতা।

এবারের এই টেনিস প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হয়। তার একটি রাজশাহী পর্ব, অন্যটি ঢাকা পর্ব। ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ১১ দিন ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম পর্ব রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এই পর্বে অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে চারটি ক্যাটাগোরিতে ৯২ জন ক্ষুদে টেনিস খেলোয়াড় অংশ নেয়।

এরপর ৯ ডিসেম্বর থেকে ঢাকায় ঢাকা ক্লাব লিমিটেডে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শুরু হয়। যেখানে পুরুষ ও মহিলা এককের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ঢাকা পর্বে পুরুষ এককের ফাইনালে উঠেন অমল রায় ও দীপু লাল। আর মহিলা এককের ফাইনালে উঠেন ঝালকাঠির সুস্মিতা সেন ও রংপুরের ইশিতা আফরোজ। আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা ক্লাবের টেনিস কোর্টে একযোগে দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে দীপু লালকে হারিয়ে অমল রয় ও ইশিতা আফরোজকে হারিয়ে সুস্মিতা সেন চ্যাম্পিয়ন হন।

এবারের এই প্রতিযোগিতার ছয়টি ইভেন্ট ছিল। সেগুলো হলো- পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) । ছয়টি ইভেন্টে বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার শতাধিক টেনিস খেলোয়াড় অংশ নিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়