ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাঝমাঠের তারকাদের পারফরম্যান্সে মুগ্ধ জিদান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৩০, ১৩ ডিসেম্বর ২০২০
মাঝমাঠের তারকাদের পারফরম্যান্সে মুগ্ধ জিদান

কাসেমিরো, লুকা মদরিচ ও টনি ক্রুসকে শনিবার এ নিয়ে লা লিগায় একসঙ্গে দেখা গেলো তৃতীয়বার। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলের ডার্বি জয়ে মাঝমাঠের এই তারকাদের প্রভাবশালী পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। বিশেষ করে মদরিচ ও ক্রুসের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

কর্নার থেকে কাসেমিরোর হেডে রিয়াল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দানি কারভাহালের শট গোলপোস্টে লেগে ফিরে আতলেতিকো গোলকিপার জ্যান ওবলাকের পেছনে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে দুর্দান্ত জয় নিশ্চিত হয়।

এই পারফরম্যান্সে পুরো দলের ওপর সন্তুষ্ট জিদান। কিন্তু মদরিচ ও ক্রুস বিশেষ নজর কেড়েছে। ২০০৫-০৬ মৌসুমের পর থেকে লিগের মাদ্রিদ ডার্বিতে সর্বোচ্চ ৯০টির মধ্যে ৮৭ পাস নির্ভুলভাবে দিয়েছেন ক্রুস। জিদান মাঝমাঠের এই তারকাদের নিয়ে বলেছেন, ‘এটা সত্যি যে, উপায় খুঁজে বের করার জন্য আমরা (মদরিচ ও ক্রুসকে) ব্যবহার করেছি। এক পাশ থেকে আরেক পাশ এবং কোনাকুনি সব দিক থেকে তারা দ্রুত ফাঁক খুঁজে বের করেছিল। তারা এক কথায় অবিশ্বাস্য, তারা ছিল ব্যতিক্রম।’

রিয়াল কোচের প্রশংসা জুটলো আরও কয়েক জনের, ‘করিমও (বেনজেমা) এবং লুকাস (ভাসকেজ), সে ফেনোমেনাল। এছাড়া (দানি) কারভাহাল, আমাদের অধিনায়ক (সার্জিও রামোস), (রাফায়েল) ভারানে। তারা সবাই খুব ভালো ছিল।’

এই জয়ে সফল একটি সপ্তাহ কাটালো রিয়াল। সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে লিগে জেতার পর বরুশিয়া মনশেনগ্লাদবাখকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে পৌঁছালো তারা। এবার মাদ্রিদ ডার্বি জিতে লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে গেলো।

পুরো ৯০ মিনিটে কেবল আতলেতিকো একবারই শট নিতে পেরেছে। নগরপ্রতিদ্বন্দ্বীকে এভাবে বোতলবন্দি করে রাখতে পেরে খুশি জিদান, ‘আগের দুই ম্যাচের পারফরম্যান্স আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম। গোটা ম্যাচে ভালো করেছি। কিন্তু এখন উদযাপনের কিছু নেই, কারণ আমরা কিছুই জিতিনি। এটা ছিল ভালো একটা সপ্তাহ।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়