ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সফল অস্ত্রোপচার শেষে দেশে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৩ ডিসেম্বর ২০২০  
সফল অস্ত্রোপচার শেষে দেশে মুমিনুল

রোববার সকালে দুবাই থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। 

দুবাইয়ে মুমিনুলের ডানহাতের আঙুলে অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। আপাতত তার ঠিকানা ঘরের চার দেয়াল। 

পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে মুমিনুলকে পাঠানোর ইচ্ছে ছিল বিসিবির। কিন্তু করোনাকালে সীমান্ত অতিক্রমের ঝামেলা ও কোয়ারেন্টাইন বিধিনিষেধ কড়াকড়ির কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি। 

দুবাইয়ে কোয়ারেন্টাইন নীতিমালা সহজ হওয়ায় দ্রুত মুমিনুলকে সেখানে পাঠানো হয়। গত ৮ ডিসেম্বর দুবাইয়ের বুরজিল হাসপাতালে তার ডানহাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচার করানো হয়। মুমিনুল জানালেন, পুরোপুরি সুস্থ হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। 

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত কোনও ঘোষণা আসেনি। গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে গাজী গ্রুপ চট্টগ্রামের এই ব্যাটসম্যান ফিল্ডিং করার সময় চোট পান।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়